TRENDING:

কেকেআরের জার্সিতে ইডেনে লুকোনো তাস হয়ে উঠতে চান এই পেসার! চিনে নিন ছেলেটিকে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: এমনিতে কেকেআর নিয়ে শহর কলকাতার মানুষের আবেগ আর আগের মতো নেই। দীর্ঘ বঞ্চনার শিকার হতে হচ্ছে বাংলার ক্রিকেটারদের। ভাল পারফরম্যান্স করার পরেও তাদের কাউকেই দলে নেয় না কলকাতার ফ্র্যাঞ্চাইজি। অথচ তারা নাকি কলকাতার দল বলে গর্বিত বোধ করে। দলের দক্ষিণ ভারতীয় সিইও যত নষ্টের গোড়া।
কেকেআর জার্সিতে ইডেনে নামার জন্য তৈরি বৈভব
কেকেআর জার্সিতে ইডেনে নামার জন্য তৈরি বৈভব
advertisement

তবে আইপিএল শুরু হলে শহরের মানুষের কেকেআর নিয়ে হিড়িক জেগে উঠবে কিনা সময় বলবে। টুইটারে কেকেআর প্রকাশ করল তাদের তরুণ প্রতিভাবান বোলার বৈভব অরোরার ভিডিও। কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে গর্বিত হিমাচলের হয়ে রঞ্জি খেলা তরুণ, যিনি সৈয়দ মুজতাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন।

আরও পড়ুন - পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা, ভিন গ্রহের প্রাণীদের নাকি অবাধ যাতায়াত ! জানুন এরিয়া ৫১ সম্পর্কে

advertisement

বৈভব অরোরা সেই ক্রিকেটারদের মধ্যে একজন যারা ২০২১ ক্যালেন্ডার বছরে, এ লিস্ট এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে পরিচিত হয়েছেন। হিমাচল প্রদেশের একজন উঠতি সিমার, যাকে আইপিএল ২০২৩-এর জন্য কলকাতা নাইট রাইডার্স দল বেছে নিয়েছে। অরোরা ডিসেম্বর ২০১৯-এ রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেছিলেন।

তিনি চেতেশ্বর পূজারার উইকেট সহ তার অভিষেক বোলিং ইনিংসে ছয়টি উইকেট তুলেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়ে টেস্ট ম্যাচটি সমাপ্ত করেছিলেন করেছিলেন। ২৩ বছর বয়সী এই যুবকের এখন ৮টি টেস্ট ম্যাচে খেলায় ১৮.৫৮ গড়ে ২৯ উইকেট রয়েছে। হিমাচল প্রদেশ রঞ্জি দল তাকে ২০২১ সালের জানুয়ারিতে সৈয়দ মুজতাক আলি ট্রফিতে টি-টোয়েন্টি অভিষেক করার সুযোগ দেয়।

advertisement

অরোরা এই ফরম্যাটে ৬টি ম্যাচ খেলেছেন এবং ১০টি উইকেট নিয়েছেন। যদিও উইকেটের সংখ্যা কম, তার ইকোনমি রেট ৭.৪১, অন্যথায় উচ্চ-স্কোরিং টুর্নামেন্টে বেশ ভাল। পরের মাসে, তিনি বিজয় হাজারে ট্রফিও খেলেন, এইভাবে তার লিস্ট এতে অভিষেক হয়। মহারাষ্ট্রের বিরুদ্ধে একটি হ্যাটট্রিক সহ চার উইকেট নিয়ে তার কেরিয়ারকে সঠিক দিকে নিয়ে যেতে দেখেছিল।

advertisement

অরোরা একজন ঘরোয়া খেলোয়াড় হিসেবে, প্রথম শ্রেণীর বিশ্ব মানের ক্রিকেটার উমেশ যাদব ,লকি ফার্গুসন, প্রসিধ কৃষ্ণ এবং আন্দ্রে রাসেলের মতো প্লেয়ার দের সাথে আইপিএল মরশুমে খেলার অভিজ্ঞতা তাকে পেসার হিসেবে উন্নত করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
এবার প্লাস্টিকের যুগ শেষ, বাজার কাঁপাচ্ছে মাটির বাসনপত্র! জেনে নিন দাম
আরও দেখুন

বৈভব জানিয়েছেন কলকাতার দর্শকদের চাপ নিতে তিনি তৈরি। ইডেনে খেলার অভিজ্ঞতা যে কোনও ক্রিকেটারের কাছে বড় সম্মান জানাতে ভোলেননি, কেকেআরের এই পেসার। পাশাপাশি দলের প্রয়োজনে লাগার জন্য ব্যাট হাতেও নিজেকে তৈরি করছেন।

বাংলা খবর/ খবর/খেলা/
কেকেআরের জার্সিতে ইডেনে লুকোনো তাস হয়ে উঠতে চান এই পেসার! চিনে নিন ছেলেটিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল