ভুলে ভরা সুপার সেরেনা। ইউএস ওপেনে মহিলাদের প্রথম সিঙ্গলসের নির্যাস। টুর্নামেন্ট শুরুর পর থেকে ধাপে ধাপে সবাইকে পিছনে ফেলে দিচ্ছিলেন তিনি। কিন্তু আসল দিনে তাঁকে মাত করলেন চেকের ক্যারোলিনা প্লিসকোভা। স্ট্রেট সেটের ম্যাচে ফল ৬-২, ৭-৬। ফ্ল্যাশিং মিডোয় শুরু থেকে দাপট দেখান চেক তরুণী। প্রথম সেটে সেরেনাকে প্রায় দাঁড় করিয়ে রাখেন। ম্যাচ হেরে সেরেনাও স্বীকার করেছেন যে ধকল আর তিনি নিতে পারেন নি। পর পর ম্যাচ খেলতে খেলতে তিনি এখন ক্লান্ত। তাই সেমিফাইনালের চাপ আর রাখতে পারেননি। দ্বিতীয় সেমিফাইনালে অবশ্য ওজনিয়াকির বিরুদ্ধে আরামেই ম্যাচ বার করলেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। শুধু ফাইনালে ওঠা নয়, সেরেনা হারতেই তাঁর মাথায় উঠল এক নম্বরের তাজও। শনিবার মহিলাদের ফাইনালে প্লিসকোভার বিরুদ্ধে ফেভারিট হয়েই শুরু করবেন স্টেফি গ্রাফের উত্তরসূরি।
advertisement
কিংবদন্তি স্টেফি গ্রাফের অনন্য ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি টপকে সেরেনার ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন ভেঙে গেল। এবং স্টেফি গ্রাফের টানা ১৮৬ সপ্তাহ বিশ্বের এক নম্বর থাকার কীর্তি ছুঁয়েও সেটা টপকাতে পারলেন না সেরেনা। জার্মানিরই অ্যাঞ্জেলিক কের্বারের কাছে খোয়াতে হল সেই আসনটা।