সোশ্যাল মিডিয়ায় পন্থের দ্রুত আরোগ্য কামনা করেছেন উর্বশী রাউতেলার মা। ইনস্টাগ্রামে ঋষভ পন্থের ছবি শেয়ার করে মীরা রাউতেলা লিখেছেন, “সব গুজব দূরে থাক। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। উত্তরাখণ্ডের নাম উজ্জ্বল করবে। সবাই মিলে ঋষভের জন্য প্রার্থনা করুন।” এরপরই মায়ের পোস্ট মেয়েকে ট্যাগ করে নেটিজেনা উর্বশীর কাছে জানতে চেয়েছেন আপনি এবার কিছু বলুন। যদিও এখনও কোনও মুখ খোলেননি উর্বশী।
advertisement
প্রসঙ্গত, গত শুক্রবার ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। উত্তরাখণ্ডের রুরকুর কাছে ঘটে এই দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে আগুন লেগে যায় পন্থের গাড়িতে। ঋষভের মাথায় আর পায়ে চোট লাগে। ডান হাঁটুর কাছে লিগামেন্ট ছিঁড়ে যায়। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার। তবে কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা নিয়ে চলছে জল্পনা। পন্থের দ্রুত আরোগ্য কামনায় গোটা দেশ।