আরও পড়ুন - UEFA Nations League Final : আজ রাতে ফরাসি বিপ্লব থামাতে প্রস্তুত স্প্যানিশ আর্মাডা
এই মুহূর্তে পন্থ ব্যস্ত আইপিএল নিয়ে। পন্থের জন্মদিনে তাকে শুভেচ্ছা না জানিয়ে একদিন পর শুভেচ্ছা জানান বলিউডের লাস্যময়ী নায়িকা উর্বশী রাওতেলা। এজন্য নেটিজেনদের ট্রলের শিকার হয়েছেন এই নায়িকা। পন্থের অধিকাংশ ভক্তই উর্বশীকে আবেদন করেছেন, তিনি যেন ভারতীয় এই তারকার থেকে দূরে থাকেন! সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই কথা মাথায় রেখেই ভক্তরা চাইছেন উর্বশীর ছায়া যেন পন্থের ওপর না এসে পড়ে!
advertisement
কিন্তু এখন প্রশ্ন, কেন পন্থের ভক্তরা উর্বশীকে দূরে থাকতে বলছেন! ২০১৮ সালে পন্থের সঙ্গে উর্বশীর সঙ্গে পন্থের প্রেমের খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু পরে দু'জনেরই ছাড়াছাড়ি হয়ে যায়। জানা যায়, পন্থ সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে উর্বশীকে ব্লক করে দিয়েছেন। পন্থ বর্তমানে দেরাদুনের ইন্টেরিয়র ডিজাইনার ঈশা নেগির সঙ্গে সম্পর্কে আছেন। সেকথা তিনি নিজেই স্বীকার করেছেন। দুজনের একত্রে ছবিও দেখা গেছে সামাজিক মাধ্যমে।
এই জন্যই উর্বশীর এই পন্থ প্রীতি ভাল চোখে দেখছেন না ভক্তরা। অবশ্য এই নায়িকার সঙ্গে পন্থের বর্তমান সম্পর্ক নেই বলে শোনা যাচ্ছে। অধিনায়ক হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে দায়িত্ব পালন করছেন তিনি। কয়েকদিনের ভিতরে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টিম ইন্ডিয়ার এই উইকেট রক্ষক, ব্যাটসম্যানের ফোকাস যাতে অন্যদিকে নড়ে না যায় সেদিকে সতর্ক দৃষ্টি সকলের। পন্থ নিজেও দীর্ঘদিন এই পর্যায়ে ক্রিকেট খেলছেন। ফলে জানেন কিভাবে নিজেকে ধরে রাখতে হয়। তাই উর্বশীকে নিয়ে তার ফোকাস নড়ে যাবে, এমন না ভাবাই উচিত।