আসলে, নেটিজেনরা তাঁর প্রতিটি পোস্টকে ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে কোনও না কোনওভাবে লিঙ্ক করে দেখেন। উর্বশী কয়েকদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে তাঁকে কাউকে উদ্দেশ্য করে 'আই লাভ ইউ' বলতে দেখা যায়। সেখানেও অনেকে পন্থকে জুড়ে দেন।
আরও পড়ুন- বিশ্বকাপে ভয়ঙ্কর কাণ্ড! ম্যাচ চলাকালীন রেলিং থেকে পড়ে গেল দুধের শিশু
advertisement
ঋষভ পন্থের সঙ্গে তাঁর সেই ভিডিও লিঙ্ক করার বিষয়ে একটি পোস্ট শেয়ার করে উর্বশী এবার বিষয়টি স্পষ্ট করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, 'আমি আমার 'আই লাভ ইউ ভিডিও' সম্পর্কে একটি ব্যাপার স্পষ্ট করে দিতে চাই। অনেক কিছুই আজকাল প্রচার হচ্ছে। ওই ভিডিওটি অভিনয়ের জন্য শুট করা হয়েছিল। যে ভিডিও শেয়ার করা হয়েছে সেটি আসলে একটি অভিনয়ের সংলাপ। কোনো ভিডিও কল বা কোনো ব্যক্তির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
উর্বশীর ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে দেখা যায়, 'তুমি বলো আমি তোমাকে ভালোবাসি... না, আগে তুমি বলো আমি তোমাকে ভালোবাসি। একবার কথা বলো, একবার বলো...'। ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে অভিনেত্রীকে অনেক ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছে।
উর্বশী রাউতেলা অস্ট্রেলিয়ায় তাঁর প্রাক্তন প্রেমিক ঋষভ পন্থকে 'অনুসরণ' করার জন্য প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছেন। ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে এসেছেন অস্ট্রেলিয়ায়। উর্বশীও টিম ইন্ডিয়াকে সমর্থন করতে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।
আরও পড়ুন- সবাই আছে কোহলি নেই! বিরাটকে ছাড়াই ভিডিও আইসিসির, বিতর্কের বারুদে ফের আগুন
সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট শেয়ার করছেন তিনি। সেই সব ভিডিও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। নেটিজেনরা তাঁকে একজন স্টকার বলেছেন। এমনকী ঋষভ পন্থকে হেনস্থা করার অভিযোগও তুলেছেন কেউ কেউ। এই বিষয়ে অবশ্য নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।