এই সিদ্ধান্তের ফলে অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের মত কোন প্রতিযোগিতায় ভারতীয় কুস্তিগীরেরা অংশ নিতে পারবে না। আর অংশ নিতে হলে দেশের পতাকা ছাড়া নামতে হবে ভারতীয় কুস্তিগীরদের। অলিম্পিকের জন্য এখনও হাতে অনেকটা সময় রয়েছে। কিন্তু আগামি মাসেই রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার জন্য ট্রায়ালের দিনও ঘোষণা হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, কুস্তিগীরদের শারীরিক হেনস্থায় প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরন সিংহ নাম জড়ানোর পরই ভেঙে দেওয়া হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থাকে। গত ২৭ এপ্রিল ভারতীয় অলিম্পিক সংস্থা নির্বাচন সংগঠনের জন্য ও অন্তবর্তীকালীন দায়িত্ব সামলানোর জন্য অ্যাডহক কমিটি গড়ে দেওয়া হয়েছিল। ৪৫ দিন সময়সীমা বেধে দেওয়া হয়েছিল নির্বাচন সংগঠিত করে নতুন বোর্ড তৈরির জন্য।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: পৃথিবীর সবথেকে বড় নদী কোনটি? গঙ্গা-যমুনা-ব্রহ্মপুত্র নয়, তাহলে বলনু তো কী
ভারতীয় কুস্তি সংস্থার এই ডামাডোল ও আভ্যন্তরীন বিবাদে চুপ করে থাকেনি বিশ্ব কুস্তি সংস্থাও। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না করতে পারলে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করার হুশিয়ারীও দিয়েছিল বিশ্ব কুস্তি সংস্থা। আইনি বেড়াজালে একাধিকবার নির্বাচনের দিন ঘোষণা করেও তা সম্ভব হয়নি। তাই শেষ পর্যন্ত বুধবার রাতে অ্যাড-হক প্যানেলকে নির্বাসনের বিষয়ে জানিয়ে দেওয়া হয়।