নাডা আগেই ক্লিনচিট দিয়েছিল ভারতীয় কুস্তিগিরকে। কিন্তু কোটা সম্পূর্ণ করার তাগিদে ডেটলাইন পেরোনোর আগেই নরসিংয়ের পরিবর্তে অলিম্পিক কমিটির কাছে পারভিন রানার নাম পাঠিয়ে রেখেছিল ভারতীয় কুস্তি ফেডারেশন। নরসিং চক্রান্তের শিকার, ওয়াডার এই ঘোষণার পর ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-র কাছে আবেদন জানায় ভারতীয় কুস্তি ফেডারেশন।
বুধবার সকালেই নরসিং-র অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে সবুজ সঙ্কেত মেলে। ক্লিনচিট পাওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন নরসিং ৷ মোদিও ভারতীয় কুস্তিগিরকে এখন ‘ফোকাসড’ থাকারই পরামর্শ দিয়েছেন ৷ নাডার ক্লিনচিট পাওয়ার পর নরসিংয়ের রিও যাওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা ৷ সবুজ সংকেতটা এদিনই পেয়ে গেলেন কুস্তিগির ৷ অলিম্পিকে দেশকে পদক এনে দেওয়াই তাঁর এখন একমাত্র লক্ষ্য ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2016 1:43 PM IST