TRENDING:

রিও যাওয়ার ছাড়পত্র পেলেন নরসিং

Last Updated:

সব জল্পনার অবসান। অবশেষে রিও যাচ্ছেন নরসিং যাদব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  সব জল্পনার অবসান। অবশেষে রিও যাচ্ছেন নরসিং যাদব। আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের সবুজ সঙ্কেত মিলতেই সব সংশয়ের অবসান।
advertisement

নাডা আগেই ক্লিনচিট দিয়েছিল ভারতীয় কুস্তিগিরকে। কিন্তু কোটা সম্পূর্ণ করার তাগিদে ডেটলাইন পেরোনোর আগেই নরসিংয়ের পরিবর্তে অলিম্পিক কমিটির কাছে পারভিন রানার নাম পাঠিয়ে রেখেছিল ভারতীয় কুস্তি ফেডারেশন। নরসিং চক্রান্তের শিকার, ওয়াডার এই ঘোষণার পর ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-র কাছে আবেদন জানায় ভারতীয় কুস্তি ফেডারেশন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বুধবার সকালেই নরসিং-র অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে সবুজ সঙ্কেত মেলে। ক্লিনচিট পাওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন নরসিং ৷ মোদিও ভারতীয় কুস্তিগিরকে এখন ‘ফোকাসড’ থাকারই পরামর্শ দিয়েছেন ৷ নাডার ক্লিনচিট পাওয়ার পর নরসিংয়ের রিও যাওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা ৷ সবুজ সংকেতটা এদিনই পেয়ে গেলেন কুস্তিগির ৷ অলিম্পিকে দেশকে পদক এনে দেওয়াই তাঁর এখন একমাত্র লক্ষ্য ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রিও যাওয়ার ছাড়পত্র পেলেন নরসিং