TRENDING:

মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত, পর্শভি শ্বেতাদের দাপুটে পারফরম্যান্স উড়ে গেল নিউজিল্যান্ড

Last Updated:

Under 19 Indian women cricket team creates history by reaching finals. নিউজিল্যান্ডের মেয়েদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত জয়ী ৮ উইকেটে
অনবদ্য ব্যাট করলেন শ্বেতা
অনবদ্য ব্যাট করলেন শ্বেতা
advertisement

#ডারবান: ভারতীয় পুরুষ ক্রিকেটের মতই মেয়েদের ক্রিকেটেও যে সঠিক রাস্তায় এগোচ্ছে সেটা প্রমাণ হল আজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস তৈরি করল ভারতের জুনিয়র মেয়েরা। ফাইনালে উঠতে জয় তুলে নেওয়া ছাড়া উপায় ছিল না শেফালিদের সামনে। শেষমেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেন তাঁরা।

ভারত টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অনবদ্য ক্রিকেট উপহার দিয়ে আসছে। অস্ট্রেলিয়ার কাছে একটি মাত্র ম্যাচে হেরেছে তারা। জয় তুলে নিয়েছে বাকি পাঁচটি ম্যাচে। প্রথম রাউন্ডে অপরাজিত থেকে চলতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নেয় ভারত। পরে সুপার সিক্সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট অর্জন করেন শেফালিরা।

advertisement

নিউজিল্যান্ডের ৯ উইকেটে ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৪.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৪ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল জয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। শ্বেতা শেরাওয়াত ১০টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠে ইতিহাস গড়েন শেফালিরা।৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন পার্শবী চোপড়া। তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। তবে অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের মধ্যে যার বিরুদ্ধেই ফাইনাল খেলতে হোক, ভারতীয় দল সম্পূর্ণ তৈরি থাকবে জানিয়েছেন অধিনায়ক শেফালি বার্মা। ব্যক্তিগতভাবে ফাইনালে শেফালি বড় রান করতে চাইবেন সেটা বলাই যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত, পর্শভি শ্বেতাদের দাপুটে পারফরম্যান্স উড়ে গেল নিউজিল্যান্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল