ধরমশালার আবহাওয়ার পূর্বাভাসের কারণেই ম্যাচ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী,আগামী ৫ দিন ধরমশালার তাপমাত্রা ১ ডিগ্রির আশপাশে থাকবে। এমনকী সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে – ৪ ডিগ্রি সেন্টিগ্রেড। এছাডা় বৃহস্পতি, শনি ও সোমবার বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে বলা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এছাড়া বাকি দিন হতে পারে বৃষ্টি। মেঘলা আকাশ থকাবে সারা দিন।
advertisement
আরও পড়ুনঃ KKR Team News: এবার আইপিএল জিতবে কেকেআর? তৈরি গম্ভীরের মাস্টার প্ল্যান! জানুন বিস্তারিত
এমন আবহাওয়া থাকলে ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত ম্যাচ হওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় কম। ১ ডিগ্রির আশপাশেও তাপমাত্রা থাকলে দৃশ্যমান্যতা কম থাকবে। ওয়েদারের কারণে ধরমশলায় অনুশীলনও করছে না ভারত ও ইংল্যান্ড। মোহালিতে অনুশীলন করছে দুই দল। ম্যাচের ২ দিন আগে ধরমশালায় যাওয়ার কথা ভারত ও ইংল্যান্ড দুই দলের।