আম্পায়ার রিচার্ড কেটেলবরো যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে দেখা যায়, স্থানীয় একটি ক্রিকেট প্রতিযোগিতায় ছয় মারেন এক ব্যাটার। ছয় মারার পর অপর প্রান্তে থাকা তার পার্টনারের সঙ্গে কথা বলার সময় পিচের উপরই সপাটে পড়ে যান ওই ব্যাটার। পড়ার পর ও ব্যাটার রীতিমত আছাড় খান।
এই ঘটনা আকস্মিক ঘটায় সকলেই অবাক হয়ে যান। ছুটে আসেন অন্যান্য ব্যাটাররা। ততক্ষণে অচৈতন্য হয়ে পড়েছেন সেই ব্যটার। তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রিচার্ড কেটেলবরো শেয়ার করা এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
advertisement
প্রাথমিকভাবে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ক্রিকেটারের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু প্লেয়ারকা সাধারণত সাধারণ মানুষের থেকে অনেক বেশি ফিট হয়ে থাকেন। কিন্তু তারপরও কীভাবে একের পর এক এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বাংলার অনূর্ধ্ব ২২ লেভেলের এক ক্রিকেটার জিম করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ও মারা যান। যেই ঘটনা সলকে নাড়িয়ে দিয়েছিল। তারপর রিচার্ড কেটেলবরোর শেয়ার করা এই ভিডিও। যা দেখে রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।