৩০ নভেম্বর ২০১৫ সালে শারজাতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে একটি টি–২০ ম্যাচ অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে। জবাবে পাকিস্তানও ৭ উইকেটে ১৫৪ রান করায় ম্যাচটি টাই হয়ে যায় এবং সুপার ওভারে গড়ায়। পাকিস্তানের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে উমর আকমল মাত্র ৪ রান করে আউট হন।
advertisement
সুপার ওভারে অধিনায়ক শাহিদ আফ্রিদি উমর আকমলকে ব্যাট করার সুযোগ দেন। আকমল সেখানে মাত্র ১ রান করতে পারেন এবং শেষ বলে আউট হয়ে যান। ফলে পাকিস্তান সুপার ওভারে মাত্র ৩ রান তোলে। ইংল্যান্ড সহজেই সেই রান তুলে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচেই আকমল দুইবার আউট হন।
আরও পড়ুনঃ Shubman Gill: টি-২০ দল থেকে বাদ! বসে না থেকে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন শুভমান গিল
ম্যাচ শেষ হওয়ার পরই উমর আকমল বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় যান। পরের দিন বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলতে নেমে রংপুর রাইডার্সের বিপক্ষে আবারও তিনি আউট হন। এভাবেই ২৪ ঘণ্টার মধ্যে তিনবার আউট হয়ে টি–২০ ক্রিকেটে এক বিরল ও লজ্জাজনক রেকর্ড গড়েন উমর আকমল, যা আজও অক্ষত রয়েছে।
