উয়েফার তরফে এদিন জানানো হয়েছে, আজকের বৈঠকে ইউয়েফার কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, উয়েফা টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণকারী রাশিয়া ও ইউক্রেনের ক্লাবগুলি ও তাদের জাতীয় দল ঘরের ম্যাচগুলি নিরপেক্ষ স্থানে খেলবে, যতদিন না পর্যন্ত এই সিদ্ধান্তের কোনোরকম পরিবর্তন হচ্ছে। ইউরোপের ফুটবলের পরিচালন পর্ষদের তরফে আরো জানানো হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মাঝে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রয়োজন অনুযায়ী তারা নিয়মিত বৈঠকে বসবে।
advertisement
ঘটনাপ্রবাহ অনুযায়ী আইনি ও সব ঘটনার পুনর্মূল্যায়ন করা হবে, প্রয়োজন পড়লে নতুন সিদ্ধান্ত নিতেও তারা পিছপা হবে না। উয়েফার তরফে বিবৃতিতে এদিন আরো জানানো হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার লড়াইয়ের মাঝে পরে অমানবিক কষ্ট, ধ্বংসলীলা ও ঘরছাড়া হওয়ার দুর্বিষহ অভিজ্ঞতার সম্মুখীন ফুটবল খেলোয়াড় ও তার পরিবারদের উদ্ধার করতে বিভিন্ন পক্ষ যে উদ্যোগ নিচ্ছে, উয়েফা তাদের পূর্ণ সমর্থন করছে।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আগামী ২৮ শে মে রাশিয়ার জেনিট সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে হওয়ার কথা ছিলো। বিভিন্ন দেশ থেকে কয়েকহাজার সমর্থক এই ম্যাচ দেখতে আসবে বলে আশা করা হচ্ছিল। ইউয়েফার এই সিদ্ধান্তে হতাশ রাশিয়ার সরকারের মুখপাত্র মিট্রি পেস্কভ সাংবাদিকদের জানান, এটা খুবই লজ্জার ব্যাপার যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই ফুটবলের উৎসব আয়োজনে সেন্ট পিটার্সবার্গ সবরকম সুযোগ সুবিধা দিতে পারত।
ব্রিটিশ যুক্তরাজ্যের সংস্কৃতি সচিব নাদিন ডরিস, যিনি দেশের খেলাধুলাও দেখেন, উয়েফার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তিনি তার বিবৃতিতে জানিয়েছেন, এই বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আয়োজনের দায়িত্ব সেন্ট পিটার্সবার্গের থেকে কেড়ে নেওয়ার উয়েফার সিদ্ধান্ত আমি সমর্থন করি।