তবে প্রতিবারই বিশ্বমানের কোনও বড় ফুটবল প্রতিযোগিতায় কোনও না কোনও নতুন লাগু করা হয়। ব্য়তিক্রম হল না এবারও। ইউরো ২০২৪-এও একটি বড় নতুন জারি করা হয়েছে উয়েফার তরফে। মাঠে ফুটবলারদের মাথা গরম কমাতে ও ম্যাচের রাশ যাতে আরও বেশি করে রেফারিদের হাতে থাকে তারজন্যই নতুন নিয়ম।
এবার ইউরোতে রেফারির কোনও সিদ্ধান্ত পছন্দ না হলে তাঁকে গিয়ে ঘিরে ধরে, মাথা গরম করে কোনওরকম আচরণ করা যাবে না। এমনটা হলে নতুন নিয়ম অনুযায়ী রেফারি সঙ্গে সেই ফুটবলার বা ফুটবলারদের হলুদ কার্ড দেখাতে পারবে। ফলে এবার ইউরোতে ফুটবলারদের সংযত থাকতে হবে অনেক বেশি। তা না হলেই বাড়বে হলুদ কার্ডের সংখ্যা।
advertisement
আরও পড়ুনঃ Euro Cup 2024: কখন-কোন চ্যানেলে দেখবেন ইউরো কাপ? অনলাইনে লাইভ দেখবেন কোন অ্য়াপে? জেনে নিন বিস্তারিত
উয়েফার রেফারি প্রধান রবার্তো রোসেত্তি এই নতুন নিয়ম সম্পর্কে জানিয়েছেন,” এবার থেকে আর ১০-১২ জন ফুটবলার ক্ষিপ্রতার সঙ্গে রেফারিকে ঘিরে ধরে কোনও সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে পারবে না। রাগ দেখালে শাস্তি পেতেই হবে। এই নিয়মের ফলে ফুটবল-রেফারি সম্পর্কের উন্নতি ঘটবে। তবে কোনও সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে হলে অধিনায়ককে গিয়ে বিনম্রতার সঙ্গে তা বলতে হবে।”