আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটার বাউন্ডারি লাইনে পড়ে গেলেন। মুখ থুবড়ে পড়ে যান টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার আয়ান আফজল খান। সেই ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- পার্থের নেটে খুদের প্রতিভা দেখে চমকে গেলেন রোহিত, ব্যাট করলেন বিস্ময় বালকের বলে
advertisement
এমন ঘটনা এর আগে সচরাচর দেখা যায়নি। কোনও ক্রিকেটার আউট হয়ে ফেরার সময় পড়ে গেলেন। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি সংযুক্ত আরব আমিরশাহি। ২০ ওভারে আট উইকেটে মাত্র ১১১ রান করে তারা।
সংযুক্ত আরব আমিরশাহির ইনিংসের তখন শেষ বল বাকি। সেই সময় আউট হয়ে যান আয়ান। ফেরার সময় বাউন্ডারি লাইনের সামনে পা জড়িয়ে পড়ে যান। আসলে সেই সময় হঠাৎ করেই ছুটতে শুরু করেছিলেন তিনি। আর তখনই বাউন্ডারি লাইনে হোঁচট খেয়ে পড়ে যান মাটিতে। তবে তিনি চোট পাননি। সঙ্গে সঙ্গেই আবার উঠে প্যাভিলিয়নের দিকে আবার হাঁটা দেন।
আরও পড়ুন- শুরুতেই অঘটন, বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিল নামিবিয়া
মাত্র ১৬ বছর ৩৩৫ দিন বয়সে টি-২০ বিশ্বকাপে খেলতে নেমেছেন আয়ান। এর আগে এত কম বয়সে টি-২০ বিশ্বকাপ খেলেননি কোনও ক্রিকেটার। এর আগে ২০০৯ টি-২০ বিশ্বকাপে ১৭ বছর ৫৫ দিন বয়সে খেলতে নেমেছিলেন পাকিস্তানের মহম্মদ আমির। তবে দিন পাক পেসারের সেই রেকর্ড ভেঙে দিলেন আয়ান। ১৭ বছরেরও কম বয়সে এই প্রথম কোনও ক্রিকেটার টি-২০ বিশ্বকাপ খেলে ফেললেন। যা কি না রেকর্ড হয়ে গেল।