ভারতের বিরুদ্ধে পাকিস্তান বংশোদ্ভূত নটিংহ্যামে জন্মানো এই লেগ স্পিনার বড় ভূমিকা পালন করতে পারেন। গোটা টুর্নামেন্ট জুড়েই ফর্মে রয়েছেন তিনি। তাই রেহান আহমেদকে খেলার ব্যাপারে প্রস্তুত ভারতীয় শিবির। শনিবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালটা হয়ে উঠতে পারে দুই অধিনায়কের লড়াইও। একদিকে ভারতের যশ ধুল, অন্য দিকে ইংল্যান্ডের টমাস প্রেস্ট। ২৪ বছর পরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আর সেই যাত্রাপথে অন্যতম বড় ভূমিকা নিয়েছেন দলের অধিনায়ক প্রেস্ট।
advertisement
আরও পড়ুন - IND vs WI series : একদিনের দলে আনা হল ঈশানকে, আমেদাবাদে অনুশীলন শুরু রোহিত, ঋষভদের
যিনি তিন নম্বরে ব্যাট করতে নামেন। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে ২৯২ রান করেছেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ১৫৪। ১১৯ বলে করেছিলেন সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। গড় ৭৩। ইংল্যান্ড এখন অধিনায়ককে ঘিরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে।ইংল্যান্ডের দুই ক্রিকেটারকে দেখে নিজেকে গড়েছেন প্রেস্ট। ব্যাটিংয়ে তাঁর আদর্শ কেভিন পিটারসেন। নেতৃত্বে অইন মর্গ্যান। পিটারসেনের সুইচ হিট মারতেও দেখা গিয়েছে তাঁকে।
সঙ্গে রয়েছে অবশ্যই বড় ছয় মারার দক্ষতা। নেতৃত্বে মর্গ্যানকে কেন পছন্দ করেন প্রেস্ট? ইংল্যান্ড যুব অধিনায়ক প্রচারমাধ্যমকে বলেছেন, চাপের মুখে মর্গ্যান খুব ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দেয়। আমিও খুব একটা কথা বলতে ভালবাসি না। আমাকে নীরব নেতা বলতে পারেন। তিনি এও বলেছেন, চাপের মুখে আমি চেষ্টা করি যুক্তি দিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করতে।
আর সেই মতো সিদ্ধান্ত নিতে। ইংল্যান্ড শেষ বার যুব বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ১৯৯৮ সালে। ২৪ বছর পরে ফাইনালে। কীরকম লাগছে? আফগানিস্তানকে সেমিফাইনালে হারিয়ে প্রেস্ট বলেছিলেন, বিশ্বাসই হচ্ছে না। সব মিলিয়ে তাই শনিবার ভারতের জুনিয়র বিশ্বকাপে পঞ্চম বার চ্যাম্পিয়ন হওয়া আটকাতে পারে ইংল্যান্ডের প্রেস্ট এবং রেহান আহমেদ জুটি। ভারতীয় শিবির এদের বিরুদ্ধে হোমওয়ার্ক করেই মাঠে নামবে।