অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U 19 World Cup 2022) কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি (Fixture)
পাকিস্তান দল (Pakistan Cricket Team) কোয়ার্টার ফাইনাল ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়া -র সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলবে৷ আর ২৯ জানুয়ারি ভারত (Indian Cricket Team) খেলবে বাংলাদেশের সঙ্গে খেলবে৷ কোয়ার্টার ফাইনালের খেলা হবে ২৭ জানুয়ারি শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, ২৬ জানুয়ারি ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে৷
advertisement
ভারত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ((U 19 World Cup ) সবচেয়ে সফল দল৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেতাব জয়ী ভারতকে এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপেরও দাবিদার বলে মনে করা হচ্ছে৷
আরও পড়ুন - Job Vacancy: ২৭৪ পদে কর্মী নিয়োগ করবে বিশ্ববিদ্যালয়, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পাসদের জন্য বড় চাকরি
কীভাবে ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK)
ভারত যদি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় তাহলে সেমিফাইনালে তারা শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে৷ অর্থাৎ ভারত বনাম পাকিস্তান কোনও ভাবেই সেমিফাইনালে মুখোমুখি হবে৷ দুই দলই যদি কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে জেতে তাহলে ফাইনালে হবে মেগা মোকাবিলা৷ এখন সব ক্রিকেট ফ্যানরাই চাইছেন ফাইনালে উঠুক চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান৷ ফাইনাল খেলা হবে ৫ ফ্রেবুয়ারি৷
আরও দেখুন - Lalgarh Tiger: বাঘের হামলায় ক্ষতবিক্ষত ছাগলের দেহ উদ্ধার, Lalgarh-এ ফের বাঘের আতঙ্ক
ভারত ৪ বার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর পাকিস্তান ২বারের চ্যাম্পিয়ন
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ইতিহাস দেখলে এই টুর্নামেন্টের এটা ১৪ তম বার৷ ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল৷ ভারত এই টুর্নামেন্ট ৪ বার এবং পাকিস্তান ২ বার এই টুর্নামেন্ট জিতেছে৷ ভারত বনাম পাকিস্তান ফাইনাল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে ২০০৬ সালে হয়েছিল৷ পাকিস্তান এই মোকাবিলা ৩৮ রানে জিতেছিল৷ পাকিস্তান প্রথমে ব্যাট করে ১০৯ রান করেছিল এবং ভারত উত্তরে ৭১ রানে অলআউট হয়ে গিয়েছিল৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মোট ১০ বার খেলা হয়েছে দুই দলই ৫ বার ৫ বার জিতেছে৷