TRENDING:

U19 World Cup 2024: আজ থেকে শুরু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, রইল প্রতিযোগিতায় ভারতের সম্পূর্ণ সূচি

Last Updated:

U19 World Cup 2024: আজ থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছে এবারের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। শনিবার প্রথম ম্যাচ ভারতের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেপটাউন: শুক্রবার ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছে এবারের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। এটি ছোটদের বিশ্বকাপের ১৫তম আসর। শুক্রবার প্রতিযোগিতার শুরুর দিনেই রয়েছে দুটি ম্যাচ। এ-গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও আমেরিকা। অপরদিকে বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
advertisement

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার মাঠে নামবে ভারত। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। মূল পর্বে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে উদয় সাহারানের দল। অস্ট্রেলিরায় বিরুদ্ধে ভাল খেললেও ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে একতফাভাবে হারায় ছোটদের টিম ইন্ডিয়া। জয় দিয়ে প্রতিযোগিতা শুরুর বিষয়ে আত্মবিশ্বাসী ভারত।

advertisement

এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ৪ কেৃরে দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’ তে রয়েছে বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘বি’ তে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ‘সি’ তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং গ্রুপ ‘ডি’ তে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নেপাল। দক্ষিণ আফ্রিকার ৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে সবগুলো ম্যাচ। প্রতিযোগিতার ফাইনাল ১১ ফেব্রুয়ারি।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: একক-দশক থেকে লক্ষ-নিযুত-কোটি পর্যন্ত আমরা জানি, কিন্তু কোটির পর কী কী রয়েছে জানেন?

এক নজরে দেখে নিন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের সূচি-

২০ জানুয়ারি: ভারত বনাম বাংলাদেশ, মানগাং ওভাল, ব্লুমফন্টেইন

২৫ জানুয়ারি: ভারত বনাম আয়ারল্যান্ড মানগাং ওভাল, ব্লুমফন্টেইন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২৮ জানুয়ারি:ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র মানগাং ওভাল, ব্লুমফন্টেইন

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup 2024: আজ থেকে শুরু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, রইল প্রতিযোগিতায় ভারতের সম্পূর্ণ সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল