TRENDING:

Ravi Ashwin on Hangargekar: অনূর্ধ্ব ১৯ এই অলরাউন্ডারের জন্য আইপিএল নিলামে উঠবে চড়া দর, বলছেন অশ্বিন

Last Updated:

Rajvardhan Hangargekar can get few bids in IPL says Ravichandran Ashwin. ভারতের অনূর্ধ্ব ১৯ অলরাউন্ডার রাজবর্ধনকে নিতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজি বলছেন অশ্বিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনূর্ধ্ব উনিশ অলরাউন্ডার মহারাষ্ট্রের রাজবর্ধন হাঙ্গারগেকার ভবিষ্যতের তারকা
অনূর্ধ্ব উনিশ অলরাউন্ডার মহারাষ্ট্রের রাজবর্ধন হাঙ্গারগেকার ভবিষ্যতের তারকা
advertisement

আরও পড়ুন - Hardik Pandya Indian team : বছর শেষে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জার্সি ফিরে পাওয়ার চ্যালেঞ্জ হার্দিকের

সেই নিলামেও ভালো দর উঠতে পারে ভারতের বর্তমান অনুর্দ্ধ ১৯ দলের কয়েকজন ক্রিকেটারের। ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন মনে করেন বর্তমান অনুর্দ্ধ ১৯ দলের বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকার ভবিষ্যতের তারকা। আসন্ন নিলামে তার জন্য চড়া দর হাকতে পারেন ফ্র্যাঞ্চাইজির মালিকরা। এমনটাই মনে করছেন ভারতের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

advertisement

আরও পড়ুন - Shoaib Akhtar on IND vs PAK: শাহিন, হ্যারিসরা কোথায় এগিয়ে সিরাজ, বুমরাহদের থেকে? ব্যাখ্যা করলেন শোয়েব

রাজবর্ধন হাঙ্গারগেকার অনুর্দ্ধ ১৯ দলে ৫ নম্বরে ব্যাট করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে ৩৯ রানের ইনিংসে ফিনিশার হিসেবে তার দক্ষতার পরিচয় পাওয়া গেছে। জোরে বোলার হিসেবে তিনি সুইং করাতেও পারদর্শী। অশ্বিনের বক্তব্য, এই খেলোয়াড়কে নিশ্চিতভাবেই আইপিএল নিলামে কোনো দল কিনবে। তার নাম রাজবর্ধন হাঙ্গারগেকার। ও একজন ডান হাতি মিডিয়াম পেস বোলার, ভাল ইনসুইংও করতে পারে।

advertisement

ইনসুইং বরাবরই ব্যাটারদের বিপাকে ফেলে। ইশান্ত শর্মার পর আরেকজন ভাল ইনসুইং বোলার খুঁজে পাওয়া গেছে। লোয়ার অর্ডারে নেমে ওর দ্রুত রান তোলার ও বড় শট মারার অসাধারণ ক্ষমতা রয়েছে। তাই আমার মনে হয় নিলামে তাকে নেওয়ার জন্য একের পর এক দর উঠবে। সবার নজরে আসবে ও। ভারতের অনুর্দ্ধ ১৯ দলের অধিনায়ক ইয়াশ ধুলকে কোনো দল নেবে কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না অশ্বিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও অতীতে অনুর্দ্ধ ১৯ দলের অধিনায়কদের প্রতি বিশেষ আগ্রহ ছিল ফ্র্যাঞ্চাইজিদের। প্রিয়ম গার্গকে সানরাইজার্স হায়দারাবাদ ও পৃথ্বী শাহকে দিল্লি ক্যাপিটালস কিনেছিল। অশ্বিনের বক্তব্য, ইয়াশ ধুল খুবই প্রতিভাবান ব্যাটার। গতবার সানরাইজার্স প্রিয়ম গার্গকে নিয়েছিল। তারা কি এবারও তেমন কিছু করবে ? আমাদের তা দেখার জন্য অপেক্ষা করে থাকতে হবে। দিল্লি ক্যাপিটালসও পৃথ্বী শাহের উপর আস্থা দেখিয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Ashwin on Hangargekar: অনূর্ধ্ব ১৯ এই অলরাউন্ডারের জন্য আইপিএল নিলামে উঠবে চড়া দর, বলছেন অশ্বিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল