সেই নিলামেও ভালো দর উঠতে পারে ভারতের বর্তমান অনুর্দ্ধ ১৯ দলের কয়েকজন ক্রিকেটারের। ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন মনে করেন বর্তমান অনুর্দ্ধ ১৯ দলের বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকার ভবিষ্যতের তারকা। আসন্ন নিলামে তার জন্য চড়া দর হাকতে পারেন ফ্র্যাঞ্চাইজির মালিকরা। এমনটাই মনে করছেন ভারতের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
advertisement
রাজবর্ধন হাঙ্গারগেকার অনুর্দ্ধ ১৯ দলে ৫ নম্বরে ব্যাট করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে ৩৯ রানের ইনিংসে ফিনিশার হিসেবে তার দক্ষতার পরিচয় পাওয়া গেছে। জোরে বোলার হিসেবে তিনি সুইং করাতেও পারদর্শী। অশ্বিনের বক্তব্য, এই খেলোয়াড়কে নিশ্চিতভাবেই আইপিএল নিলামে কোনো দল কিনবে। তার নাম রাজবর্ধন হাঙ্গারগেকার। ও একজন ডান হাতি মিডিয়াম পেস বোলার, ভাল ইনসুইংও করতে পারে।
ইনসুইং বরাবরই ব্যাটারদের বিপাকে ফেলে। ইশান্ত শর্মার পর আরেকজন ভাল ইনসুইং বোলার খুঁজে পাওয়া গেছে। লোয়ার অর্ডারে নেমে ওর দ্রুত রান তোলার ও বড় শট মারার অসাধারণ ক্ষমতা রয়েছে। তাই আমার মনে হয় নিলামে তাকে নেওয়ার জন্য একের পর এক দর উঠবে। সবার নজরে আসবে ও। ভারতের অনুর্দ্ধ ১৯ দলের অধিনায়ক ইয়াশ ধুলকে কোনো দল নেবে কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না অশ্বিন।
যদিও অতীতে অনুর্দ্ধ ১৯ দলের অধিনায়কদের প্রতি বিশেষ আগ্রহ ছিল ফ্র্যাঞ্চাইজিদের। প্রিয়ম গার্গকে সানরাইজার্স হায়দারাবাদ ও পৃথ্বী শাহকে দিল্লি ক্যাপিটালস কিনেছিল। অশ্বিনের বক্তব্য, ইয়াশ ধুল খুবই প্রতিভাবান ব্যাটার। গতবার সানরাইজার্স প্রিয়ম গার্গকে নিয়েছিল। তারা কি এবারও তেমন কিছু করবে ? আমাদের তা দেখার জন্য অপেক্ষা করে থাকতে হবে। দিল্লি ক্যাপিটালসও পৃথ্বী শাহের উপর আস্থা দেখিয়েছিল।