ইতোমধ্যেই নিশ্চিত ছিল যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এই বিশ্বকাপে ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ছাড়াও আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে।
advertisement
একই দিনে মহিলা ক্রিকেটেও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ঘোষিত উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে ১৩ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত এ, পাকিস্তান এ, সংযুক্ত আরব আমিরশাহী ও নেপাল।
আরও পড়ুনঃ ICC T20 World Cup 2026: বোলিংয়ে দলে সেরা অস্ত্রই ভোতা! টি২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়ল ভারতের
ভারত এ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে। এরপর ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান এ এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে মাঠে নামবে তারা। সব মিলিয়ে একই দিনে পুরুষ ও মহিলা ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ায় এখন থেকেই ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এর প্রহর গুনতে শুরু করেছে দুই দেশের ক্রিকেট প্রেমিরা।
