TRENDING:

ময়দানে ফিক্সিং! টুর্নামেন্ট কমিটির বৈঠকে হল না সিদ্ধান্ত,বল গড়াল অ্যাপেক্স কাউন্সিলে

Last Updated:

Fixing: সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটে গড়াপেটার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় সুরাহা হল না এদিন টুর্নামেন্ট কমিটির বৈঠকেও। এবার বল গেল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একটি ভিডিও তোলপার ফেলে দিয়েছিল নেট দুনিয়ায়। প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কলকাতা ময়দানের প্রথম শ্রেণির ক্রিকেট। গড়াপেটার অভিযোগে সমালোচনা শুরু হয় সর্বত্র। প্রশ্নের মুখে পড়তে হয় ক্রিকেট অ্যাসোসিয়েশ অফ বেঙ্গলকে। এই ঘটনায় সুরাহা হল না এদিন টুর্নামেন্ট কমিটির বৈঠকেও। এবার বল গেল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে।
advertisement

সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটে গড়াপেটার অভিযোগ উঠেছিল। টাউন বনাম মহামেডান ম্যাচের কয়েকজন ক্রিকেটারের আউটের ভিডিও পোস্ট করে অভিযোগ তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। সরগরম হয় ময়দান। সেই ঘটনায় টুর্নামেন্ট কমিটির বৈঠকে আলোচনা হল। দুপক্ষের প্রতিনিধি, সিএবির কর্তা ছাড়াও আম্পায়াররা এবং অবজার্ভার ছিলেন।

তবে গড়াপেটার অভিযোগের তীর যার দিকে অর্থাৎ সিএবি যুগ্ম সচিব টাউনের কর্তা‌ দেবব্রত দাস নিজেকে মিটিং থেকে সরিয়ে রাখেন। মিটিংয়ে আউটের ভিডিও দেখানো হয় এবং বিষয়টি নিয়ে আলোচনার। সিদ্ধান্ত হয়, আগামী ১১ তারিখের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে রেফার করা হয় বিষয়টি।সেখানে এই বিষয় নিয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

advertisement

আরও পড়ুনঃ KKR Team News: দলের প্রতি বিভাগে চমক? তৈরি কেকেআরের সেরা একাদশ! জেনে নিন বিস্তারিত

বৈঠকে মহামেডান কর্তারা দলের ক্রিকেটারদের ইচ্ছাকৃতভাবে আউট অর্থাৎ অক্রিকেটীয় আচরণের ক্ষমা চান। এর জন্য যা শাস্তি হবে তা মেনে নিতে রাজি। তবে গড়াপেটা হয়েছে বলে কোন প্রমাণ পাওয়া যায়নি বলেই খবর। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক থেকে কী সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে গোটা ময়দান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ময়দানে ফিক্সিং! টুর্নামেন্ট কমিটির বৈঠকে হল না সিদ্ধান্ত,বল গড়াল অ্যাপেক্স কাউন্সিলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল