TRENDING:

Paris Olympics 2024: প্যারিসে হবে স্বপ্নপূরণ! ২০২৪ অলিম্পিক্সে ভারতের সম্ভাব্য ১০ পদক জয়ী কারা? রইল তালিকা

Last Updated:

Top 10 Probable Medal Winners For India In Paris Olympics 2024: ২৬ জুলাই ঢাকে কাঠি পড়তে চলেছে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর। টোকিওর থেকে অনেক বেশি পদক জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় খেলোয়াররা। আশায় বুক বাঁধছে গোটা দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২৬ জুলাই ঢাকে কাঠি পড়তে চলেছে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এর। গতবার টোকিওতে একটি সোনা সহ মোট সাতটি পদক জিতেছিল ভারতীয় দল। এবার তাক থেকে অনেক বেশি পদক জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় খেলোয়াররা। আশায় বুক বাঁধছে গোটা দেশ। কোন কোন বিভাগে এবার পদক জিততে পারে ভারত, ভারতের সম্ভাব্য ১০ পদক জয়ী কারা হতে পারে, চলুন দেখে নেওয়া যাক।
২০২৪ অলিম্পিক্সে ভারতের সম্ভাব্য ১০ পদক জয়ী কারা?
২০২৪ অলিম্পিক্সে ভারতের সম্ভাব্য ১০ পদক জয়ী কারা?
advertisement

নীরজ চোপড়া: টোকিও অলিম্পিক্সে জেশবাসীর স্বপ্নপূরণ করেছিলেন নীরজ চোপড়া। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জ্যাভেলিন থ্রোয়ে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন তিনি। এবারও ভারতের পদক জয়ের অন্যতম সেরা দাবিদার নীরজ। তাঁর কাছে দ্বিতীয় সোনার আশায় দেশবাসী। চোট নিয়ে কিছুটা সমস্যা থাকলেও পদক জিততে নিজের সেরাটা দিতে তৈরি সোনার ছেলে।

পিভি সিন্ধু: প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে ২০১৬-রে রুপো, ২০২০-তে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের তারকা শাটলার। এবার প্যারিসে টানা ৩ পদক জয় শুধু নয়, সোনা জেতার স্বপ্নপূরণের লক্ষ্যে অবিচল পিভি সিন্ধু।

advertisement

লভলিনা বরগোহাঁই: ২০২০ টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতের মহিলা বক্সার লভলিনা বরগোহাঁই। নিজের খেলাতেও বেশ কয়েকটি পরিবর্তন করেছেন তিনি। বদলে ফেলেছেন নিজের ওয়েট ক্যাটেগরিও। কঠোর পরিশ্রম করেছেন অলিম্পিক্সকে পাখির চোখ করে। এবার গোল্ড টার্গেট করে নামছেন ভারতীয় বক্সার।

মীরাবাঈ চানু: টোকিওতে রুপো জিতে দেশবাসীকে গর্বিত করেছিলেন মহিলা ভারত্তোলক মীরাবাই চানু। তারপরও একাধিক প্রতিযোগিতায় দেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। এবার অধরা সোনা সোনা জয়ের লক্ষ্যে প্যারিসে নামছেন চানু। স্বপ্ন দেখছে ১৪০ কোটির দেশ।

advertisement

ভিনেশ ফোগাট: কুস্তিতে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার হলেন ভিনেশ ফোগাট। আগের দুটি অলিম্পিক একেবারেই ভালো কাটেনি। রিও এবং টোকিওতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন তিনি। এবার ২৯ বছর বয়সি কুস্তিগির প্যারিসে লড়বেন ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে। এবার আত্মবিশ্বাসী ভিনেশ ফোগাট।

নিখাত জারিন: প্যারিস অলিম্পিক্সে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মহিলা বক্সার নিখাত জারিন। এর আগে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবার পদক জিতেছেন ভারতীয় জারিন। এবার প্রথম অলিম্পিক্সের মঞ্চে নামতে চলেছেন তিনি। পদক জয়ের লক্ষ্যে নিজের সেরাটা দিতে তৈরি নিখাত জারিন।

advertisement

চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রেঙ্কিরেড্ডি: ব্যাডমিন্টনে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার হলেন চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রেঙ্কিরেড্ডি জুটি। ২০২০ অলিম্পিক্স একেবারেই ভালো যায়নি তাদের। ২০২২ সালে থমাস কাপে ভারতের জয়ে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। ২০২২ সালে থমাস কাপে ভারতের জয়ে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। এবার সেরাটা দিতে তৈরি এই জুটি।

ভারতীয় পুরুষ হকি দল: ভারতীয় পুরুষ হলি দল টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল। বিশ্বের বৃহত্তম স্পোর্টস ইভেন্টে তাদের চার দশকের দীর্ঘ পদকের খরা কেটেছিল টোকিওতে। উল্লেখযোগ্য বিষয় হল সেই ব্রোঞ্জ পদক জয়ী দলের বেশির ভাগ খেলোয়াড়ই বর্তমান স্কোয়াডের অংশ। এবারই ভারতীয় পুরুষ হকি দল পদক জয়ের অন্যতম দাবিদার।

advertisement

আরও পড়ুনঃ Team India: কে হবে টিম ইন্ডিয়ার ৩ ফরম্যাটের অধিনায়ক? নাম জানিয়ে দিলেন প্রাক্তন তারকা

মনু ভাকর: শুটিংয়ে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার মনু ভাকর। মনু ভাকেরের শুধুমাত্র একটি পদক নয় বরং একাধিক পদক জেতার সুযোগ রয়েছে। ২২ বছর বয়সী ক্রীড়াবিদ তিনটি পৃথক ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করবেন। মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটাক মিক্সড এয়ার পিস্তল বিভাগেও অংশ নেবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আমান সেহরাওয়াত: পুরুষ কুস্তিতে ভারতের একমাত্র আশা আমান সেহরাওয়াত। ২০ বছর বয়সী ভারতের একমাত্র পুরুষ কুস্তিগীর যিনি প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন৷ ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তিগীর ২০২২ এশিয়ান গেমসে ব্রোঞ্জ এবং ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: প্যারিসে হবে স্বপ্নপূরণ! ২০২৪ অলিম্পিক্সে ভারতের সম্ভাব্য ১০ পদক জয়ী কারা? রইল তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল