কংগ্রেস নেত্রী শামা মহম্মদের বক্তব্যকে সমর্থন জানান সৌগত রায়। সংবাদ সংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভারতীয় দল থেকে রোহিতকে বাদ দেওয়ার দাবি জানান। তিনি বলেন,”রোহিত শর্মাকে নিয়ে শামা মহম্মদ যা বলেছেন, আমি সহমত। আর কতদিন রোহিত শর্মাকে ছাড় দেওয়া হবে? গত ২ বছরে একটা সেঞ্চুরি করেছে। তারপর থেকে ২, ৫, ১০, ২০ – এই রান করে আউট হয়ে যাচ্ছে। ওকে দলেও রাখা উচিত নয়, অধিনায়ক রাখাও উচিত নয়।”
advertisement
রোহিত শর্মাকে তোপ দাগার পাশাপাশি নতুন ক্রিকেটারদের প্রশংসা শোনা যায় সৌগত রায়ের গলায়। তিনি বলেন,”এখন অনেক নতুন নতুন ক্রিকেটার আছে যারা ভাল খেলছে। তাদের ফিটনেসও ভাল। বুমরাহ অধিনায়ক হিসাবে দারুণ বিকল্প। নতুন যে সমস্ত ছেলেরা রয়েছে, তাদের মধ্যে যে কেউ অধিনায়ক হতে পারে। রোহিত শর্মাকে দলেই রাখা উচিত নয়।”
আরও পড়ুনঃ IND vs AUS: সেমিফাইনালে না খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে পারে ভারত! জেনে নিন কীভাবে
প্রসঙ্গত,এর কংগ্রেস নেত্রী শামা মহম্মদ লেখেন “ক্রীড়াবিদ হিসাবে রোহিত শর্মা একজন মোটা খেলোয়াড়! ওজন কমাতে হবে! এবং অবশ্যই ভারতের সবচেয়ে বেক্তিত্বহীন অধিনায়ক।” শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন। ঘটনায় আসরে নামে বিজেপিও। পাল্টা তোপ দাগে পদ্ম শিবির। এবার সৌগত রায়ের মন্তব্যের পর জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।