নিলামে মুম্বই ইন্ডিয়ান্স তাকে নেওয়ায় উচ্ছসিত টিম ডেভিড। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে এক দলে খেলার সুযোগ পাওয়ায় উদ্দীপনা চেপে রাখতে পারেননি ডেভিড। পোলার্ডের বড় অনুরাগী ডেভিড পোলার্ডের পাওয়ার গেমকেই অনুকরণ করার চেষ্টা করেন বলে জানালেন। আসন্ন আইপিএলে তারা দুজনে মিলে দলের জন্য অনেকটাই অবদান রাখতে পারবেন বলে আশাবাদী ডেভিড।
advertisement
সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের ওয়েবসাইট মুম্বাই ইন্ডিয়ান্স ডট কমে ডেভিড জানিয়েছেন, পোলার্ডের সাথে ব্যাট করার মুহূর্তগুলো উত্তেজনাপূর্ণ হবে। পোলার্ডের শক্তিশালী শট মারার ক্ষমতাকে আমি প্রশংসা করি। তার বেশ কিছু ইনিংস দেখেছি, কিভাবে আমি সেরকম ইনিংস খেলতে পারি তার চেষ্টা করেছি। আমরা যদি মিডল ওভার ও শেষের ওভারগুলিতে একসাথে একইরকমভাবে ব্যাট করতে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ম্যাচ বের করে নিতে পারব।
মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মারও ভূয়সী প্রশংসা করে ডেভিড বলেন, রোহিত শর্মা একজন বিশ্বমানের ক্রিকেটার। যখন ও ব্যাট করে মনে হয় ব্যাটিং এর পিছনে কোনো শক্তিপ্রয়োগ করতে হয় না, যা অবশ্যই প্রশংসনীয়।
টিম ডেভিড বিগ ব্যাশ লিগে পার্থ স্করচার্স, হোবার্ট হ্যারিকেন্স, পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দরস, মুলতান সুলতানস, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে টিম ডেভিডকে বর্তমানে টি -২০ ক্রিকেটের বড় সম্পদ বলে উল্লেখ করেন।