ক্লাবটি জানায়, বৃহস্পতিবার সাম্পাইও কোররেয়ার বিপক্ষে আঞ্চলিক কাপের ম্যাচ খেলতে সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছালে বাসের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। এতে তাদের গোলরক্ষক দানিলো ফের্নান্দেস মুখে গুরুতর আঘাত পান। তাকে নিতে হয়েছে হাসপাতালে। আরও আহত হন লেফট-ব্যাক মাথেউস বাহিয়া ও ফরোয়ার্ড মার্সেলো সিরিনো।
advertisement
পরে ক্লাবটি জানায়, গোলরক্ষক ফের্নান্দেস ‘ভালো’ আছেন। কিন্তু মুখে একাধিক আঘাত পাওয়ায় রাতে তাকে হাসপাতালে থাকতে হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়িতে বানানো বিস্ফোরকে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই বোমা বাসে রেখেছে, সেটি এখনও জানা যায়নি।
এমন দুর্ঘটনার পরও পেশাদারিত্ব দেখিয়ে ম্যাচটি খেলতে মাঠে নেমেছিল বাহিয়া এবং ২-০ গোলের জয়ও পায়। যে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে সেই সালভাদর পুলিশ পুরো ব্যাপারটা খতিয়ে দেখার জন্য তদন্ত করছে। তবে প্রাণহানি হয়নি কারো। কিভাবে ফুটবল টিমের বাসের ভেতর বোমা এল, দুদিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।