ঠিক যেন দশমীর কলকাতা। বিসর্জনের দিন বিকেলের পর থেকে উত্তর কলকাতা যে ভাবে সেজে ওঠে, ঠিক তেমনই ছবি। ভাসান দেখার জন্য বিডন স্ট্রিটের ফুটপাতে ভিড় করেন সাধারণ মানুষ। কিন্তু এ তো ভাসান নয়। বরং আগমন। তাই আবহাওয়া ছিল বীরের মতোই।
অভিষেকেই ইউরো খেলতে নেমে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছে সাড়ে তিন লক্ষ মানুষের দেশ আইসল্যান্ড। শাহরুখ খানের গেরুয়া, প্রসেনজিতের হনুমান ডট কমের মধ্যে লুকিয়ে ছিল এই দেশের প্রকৃতি। কিন্তু ফুটবল। সেটা দেখা গেল প্যারিসে। যাওয়ার আগে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, তুরস্ক, আর চেক প্রজাতন্ত্রকে মুড়িয়ে দিয়েছিল আইসল্যান্ড । আর মূলপর্বে সবচেয়ে বড় চমক ইংরেজকে ছিটকে দেওয়া। তাঁদের হাতে এক সপ্তাহের মধ্যে দু’বার ব্রেক্সিট দেখছে ইউরোপ।
advertisement
Arnarholl, Reykjavik, Iceland. 4th July 2016. Ég er kominn heim. #ISL pic.twitter.com/rC2j7UrrNP
— RÚV Íþróttir (@ruvithrottir) July 4, 2016
মাঠ নেই, ময়দান নেই, পরিকাঠামো নেই, তাতেও কোনও খেদ নেই রেকিয়াভিকের। আছে প্রকৃতি, আছে ইচ্ছা শক্তি ৷ এ তো ভাসান নয়, সত্যিই নতুন কিছুর আগমন।