আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই শিরোনাম ছিনিয়ে নিয়েছেন সিরাজ৷ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে সিরাজকে আশা ভোঁসলের নাতনী জানাইয়ের সঙ্গে গান গাইতে দেখা যাচ্ছে। ভিডিওতে, দুজনকে জানাইয়ের নতুন মিউজিক অ্যালবাম থেকে ‘কেহন্দি হ্যায়’ গাইতে দেখা যায়।
একটি যৌথ পোস্টে, সিরাজ এবং জনাই ইনস্টাগ্রামে লিখেছেন, ‘To the person who is the reason for a lot of us to follow our dreams’- অর্থাৎ “সেই ব্যক্তির জন্য যিনি আমাদের অনেকের স্বপ্ন অনুসরণ করার কারণ। আপনি সর্বকালের সেরা!”
সম্প্রতি, মহম্মদ সিরাজ ও জানাইয়ের সম্পর্কের গুঞ্জন ছিল। তবে সেটা শুধুমাত্রই গসিপ৷ আর বিষয়টি নিজে পরিষ্কার করে দিয়েছেন আশা ভোঁসলের নাতনি৷
নিজের পোস্টে জানাই লিখেছিলেন, “মেরে পেয়ারে ভাই (আমার প্রিয় ভাই)৷” জানাই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সিরাজের কথা উল্লেখ করে তার পোস্টটি শেয়ার করেছিলেন। পেসারও তাঁকে “বহেনা” বা বোন বলে উল্লেখ করেছেন।