এক সময় গোটা বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে ক্যারিবিয়ান ক্রিকেট দল। তবে এখন তারা ব্যাকফুটে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তারকার এখন বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন। দেশের জার্সিতে খেলা এখন আর তাঁদের স্বপ্ন নয়, এমন অভিযোগ ওঠে। ওয়েস্ট ইন্ডিজ এখন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে। তবে এই সিরিজের মাঝে এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে।
advertisement
ওয়েস্ট ইন্ডিজের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১১ জন মহিলার উপর যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তার মধ্যে একজন নাবালিকাও রয়েছে। তবে অনেকের অভিযোগ, সেই ক্রিকেটারের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ হয়নি।
আরও পড়ুন- বাইকে ABS আসলে কী? খুবই দরকারি জিনিস! জেনে রাখলে কাজে দেবে
কে সেই ক্রিকেটার, তা এখনও জানা যায়নি। সেই নাম এখনও জানানো হয়নি। শোনা যাচ্ছে সেই ক্রিকেটার গায়ানার বাসিন্দা। আর বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের হয়েও নাকি খেলছে সেই ক্রিকেটার। স্থানীয় এক সংবাদপত্রে ওই ক্রিকেটারকে ‘Monster in Maroon’ বলেও উল্লেখ করা হয়েছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে। গায়ানার স্থানীয় সংবাদপত্র Kaieteur সবার আগে খবরটা প্রকাশ্যে আনে। ওই ক্রিকেটারকে তারা ‘Monster in Maroon’ বলেও উল্লেখ কে। প্রতিবেদনে লেখা হয়, এত অপরাধ করেও ওই ক্রিকেটার দিনের আলোয় বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, মেরুন রংয়ের জার্সি পরে। আন্তর্জাতিক স্তরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছে। তার যথেষ্ট নাম-ডাক রয়েছে। ওকে অনেকে আদর্শ বলে মনে করে।