TRENDING:

ক্যানসার-এর সঙ্গে লড়ে IPL-এ কামব্যাক! কোটিপতি লিগে আবার ফিরছেন কিংবদন্তি

Last Updated:

বিখ্যাত ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স গলার ক্যান্সার থেকে সুস্থ হয়ে আবার আইপিএলের ধারাভাষ্য প্যানেলে ফিরে আসছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ক্রিকেট কেবল ব্যাট-বলের খেলা নয়, এতে এমন কিছু ঘটনা ঘটে অনেক সময়, যা খেলাটিকে মজাদার করে তোলে। অনেক সময় কিছু মানুষের শব্দ ও গলার আওয়াজ এই খেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আইপিএল ২০২৫-এর এবার এমনই আইকনিক কণ্ঠের প্রত্যাবর্তন হবে।
News18
News18
advertisement

বিখ্যাত ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স গলার ক্যান্সার থেকে সুস্থ হয়ে আবার আইপিএলের ধারাভাষ্য প্যানেলে ফিরে আসছেন। প্রবীণ ধারাভাষ্যকার এবং প্রাক্তন ক্রিকেটার অ্যালান উইলকিন্স সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, এখন গলার ক্যান্সার থেকে সম্পূর্ণরূপে সেরে উঠেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মরশুমে ধারাভাষ্যের জন্য ভারতে আসছেন।

আরও পড়ুন- পঞ্জাবের বিরুদ্ধে মহানাটক! জেতা ম্যাচ ফস্কে গেল গেল রাহানেদের, লজ্জার হার কলকাতার

advertisement

৭১ বছর বয়সী অ্যালান উইলকিন্স সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি আবারও মাইকের পিছনে থাকার জন্য প্রস্তুত। এই খবর শুনে ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েন। অনেকে খুব খুশিও হন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “ভারতে ফিরে আসা, আইপিএলে কাজ করা এবং গলার ক্যান্সার থেকে সম্পূর্ণ সুস্থতার জন্য আবার ‘তরুণ’ বোধ করছি। কখনও হাল ছাড়বেন না।”

advertisement

যারা আইপিএলের সাথে বেড়ে উঠেছেন, তাদের কাছে ওয়ার্ল্ড ফিডে ইংরেজি ধারাভাষ্যের সময় অ্যালান উইলকিন্সের কণ্ঠস্বর টুর্নামেন্টের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাঁর শান্ত, বাস্তবসম্মত বিবরণ অনেকের শুনতে ভাল লাগে। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটকে তাঁর কথা দিয়ে সাজিয়েছেন শুরু থেকেই।

আরও পড়ুন- IPL ভাল নাকি PSL ? পাকিস্তানি মিডিয়ার প্রশ্ন, ক্রিকেটারের উত্তর শুনে হাসি পেয়ে যাবে!

advertisement

উইলকিন্স একজন ক্রিকেটার হিসেবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তিনি একজন বাঁ-হাতি মিডিয়াম পেসার ছিলেন। গ্ল্যামারগান এবং গ্লুচেস্টারশায়ারের হয়ে খেলতেন, কিন্তু ইনজুরির কারণে তাঁর ক্রিকেট কেরিয়ার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এর পর তিনি ধারাভাষ্যের পথ বেছে নেন। ক্রীড়া জগতে একটি নতুন পরিচয় তৈরি করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত তিন দশক ধরে অ্যালান উইলকিন্স ক্রিকেট, রাগবি, গল্ফ এবং টেনিসের মতো খেলাধুলায় ধারাভাষ্য দিয়েছেন। কিন্তু ক্রিকেটে, বিশেষ করে আইপিএলে, তিনি একটি বিশেষ স্থান অর্জন করেছেন। তিনি অনেক ক্রিকেট কিংবদন্তির সাথে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। আইপিএলের গল্প বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ক্যানসার-এর সঙ্গে লড়ে IPL-এ কামব্যাক! কোটিপতি লিগে আবার ফিরছেন কিংবদন্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল