সেই সময় ধাওয়ান রোহিত শর্মার সঙ্গে হোটেল রুম শেয়ার করতেন। শিখর ধাওয়ান তাঁর আত্মজীবনী ‘The One: Cricket, My Life and More’-এ বহু অজানা তথ্য ফাঁস করেছেন, যা আগে কেউ জানত না। তাঁর লেখা অনুযায়ী, এই ঘটনার সময় ছিল ২০০৬ সাল, তখন তিনি ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে ছিলেন।
আরও পড়ুন- এজবাস্টনে ভেঙে যাবে বিরাট কোহলির রেকর্ড? বড় সুযোগ ঋষভ পন্থের সামনে
advertisement
ধাওয়ান তাঁর বইতে লিখেছেন, “ও ছিল খুব সুন্দরী, আমি বারবার ওর প্রেমে পড়েছিলাম। ওকে বিয়ে করতে চেয়েছিলাম।”
‘গব্বর’ আরও বলেন, “আমি সফর শুরু করেছিলাম একটি প্র্যাকটিস ম্যাচে ফিফটি করে। আমার ট্যুর খুব ভাল যাচ্ছিল। প্রতিটি ম্যাচের পর আমি এলিন (নাম পরিবর্তিত) -এর সঙ্গে দেখা করতে যেতাম। এর পর খুব তাড়াতাড়ি আমি ওকে হোটেলের রুমে নিয়ে আসতে শুরু করি। আমি সেই রুম রোহিত শর্মার সঙ্গে শেয়ার করতাম। রোহিত সবসময় অভিযোগ করত আর বলত — ‘তুমি কি আমাকে ঘুমোতে দেবে না…?’”
গত বছর অবসর নিয়েছে শিখর। তিনি এই ব্যাপারে আরও বলেন, “একদিন যখন আমি এলিনের (নাম পরিবর্তিত) সঙ্গে ডিনারে যাচ্ছিলাম, তখন এই খবরটা গোটা টিমে আগুনের মতো ছড়িয়ে পড়ে। একজন সিলেক্টর আমাদের লবিতে একে অপরের হাত ধরে যেতে দেখে ফেলেছিলেন। তবুও আমি মনে করিনি যে আমার ওর হাত ছেড়ে দেওয়া উচিত, কারণ আমরা কোনও অপরাধ করছিলাম না।”
২০০৬ সালের সেই প্রেমিকাকে শিখর ধাওয়ান বিয়ে করতে পারেননি। তাঁর প্রথম স্ত্রী ছিলেন অস্ট্রেলিয়ার আয়েশা। সেই বিয়ে ভেঙে যায় বর্তমানে ধাওয়ান একটি নতুন সম্পর্কে রয়েছেন। তাঁর নতুন প্রেমিকা আয়ারল্যান্ডের সোফি শাইন।