হনুমা বিহারি: ভারতীয় টেস্ট দলের সদস্য হনুমা বিহারি। প্রথম একাদশে জায়গা না পেলেও স্কোয়াডে থাকেন তিনি। কিন্তু সাদা বলের ক্রিকেটে এখনও দেশের জার্সিতে অভিষেক হয়নি। তাই টেস্ট স্পেশালিস্ট হিসেবেই থেকে গিয়েছেন। আইপিএল নিলামেও কোনও দল পাননি। জিও সিনেমা অ্যাপে তেলেগুতে ধারাভাষ্য দিচ্ছেন তিনি।
advertisement
কেদার যাদব: ভারতীয় দল ও আইপিএলে একাধিক দলের হয়ে দীর্ঘ দিন খেলেছেন কেদার যাদব। এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের একসময় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিন্তু খারাপ ফর্মের কারণে ভারতীয় দলে জায়গা ও আইপিএল দল হারিয়েছেন তিনি। কোন দল না নেওয়ায় আইপিএল ২০২৩-এ ধারাভাষ্য দিচ্ছেন কেদার যাদব। জিও সিনেমা অ্যাপে মারাঠি ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন কেদার যাদব।
ধবল কুলকার্নি: ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিনের অভিজ্ঞ মিডিয়াম পেসার ধবল কুলকার্নি। একসময় ভারতীয় দলের হয়েও কিছু ম্যাচ খেলেছেন। আইপিএলে একাধিক দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন তিনি। গত মরসুমেও মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন তিনি। তবে এবার আর কোনও দল পাননি। এবার আইপিএলে মারাঠিতে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি।
আরও পড়ুনঃ IPL 2023: আইপিএলের তিন অঙ্কের রান সবথেকে বেশি কার, প্রথম পাঁচের তালিকায় ২ জন ভারতীয়
কেবি অরুণ কার্তিক: ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট নাম রয়েছে কেবি অরুণ কার্তিকের। আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন পদুচেরীর এই ক্রিকেটার। এবার আইপিএলে জিও সিনেমায় কমেন্ট্রি করছেন তিনি।