গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পান কেএল রাহুল। জোরে দৌড়ে বল চেজ করতে গিয়ে চোটের কবলে পড়েন তিনি। যন্ত্রণায় দেখা যায় রাহুলকে। মাঠ ছাডেন তিনি। চোটের কারণে শুরুতে ব্যাটও করতে নামেননি কেএল রাহুল। শেষ উইকেটে নামলেও ম্যাচ তখন লখনউয়ের হাত থেকে বেরিয়ে গিয়েছে। তারউপর দৌড়ানোর ক্ষমতা ছিল না এলএসজি অধিনায়কের। ম্যাচটা হেরে যায় লখনউ। বর্তমানে মুম্বইতে রয়েছেন কেএল রাহুল চোটের চিকিৎসার জন্য।
advertisement
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে নিজের ছিটকে যাওয়ার কথা জানান কেএল রাহুল। পোস্টে লেখেন,”আমি খুব হতাশ। আগামী মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারব না। ভারতের জার্সিতে আবার খেলার জন্য যা যা করতে হবে করব। আমার এখন একটাই লক্ষ্য ভারতের জার্সিতে দ্রুত মাঠে নামা।” ভারতীয় তারকা ব্যাটারের যে ফের অ স্ত্রপচার করতে হবে ও তারপর রিহ্যাব সেই কথাও জানিয়েছেন রাহুল। গত বছরও চোটের কবলে পড়েছিলেন। সেই চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফেরেন। কিন্তু এবার ফের চোটের কবলে। এমনিতেই ফর্ম খুব একটা সাথ দিচ্ছে না, তার উপর চোট, ফলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কেএল রাহুলের।
আরও পড়ুনঃ IPL 2023: ‘কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জেতেনি…’, সানরাইজার্স কোচের হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ!
আরও পড়ুন: IPL Points Table: প্লে অফে যাবে কেকেআর! হায়দরাবাদ ম্যাচের পর টানটান লড়াই আইপিএল লিগ টেবিলে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট। স্ট্যান্ডবাই: সরফরাজ খান, ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি এবং মুকেশ কুমার।
