আসলে, ভারতীয় ঘরোয়া মরশুমের প্রথম টুর্নামেন্ট, দুলীপ ট্রফি। যা ২৮শে আগস্ট থেকে বেঙ্গালুরুর বিসিসিআই ‘সেন্টার অফ এক্সিলেন্স’ মাঠে খেলা হবে। ঈশান কিষাণ তার হাতের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। এমন পরিস্থিতিতে, তিনি উত্তর জোনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পূর্ব জোনের অধিনায়কত্ব করতে পারবেন না।
ঈশান কিষাণের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘ই-বাইক থেকে পড়ে যাওয়ার পর কিষাণের হাতে কিছু সেলাই পড়েছে এবং বর্তমানে তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন । এটি গুরুতর নয়, তবে সতর্কতা হিসেবে তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচের জন্য ভারত ‘এ’ দলে নির্বাচনের জন্য তিনি ফিট থাকবেন।’
advertisement
আরও পড়ুন: Vaibhav Suryavanshi: এশিয়া কাপের দলে বৈভব সূর্যবংশী! দল ঘোষণার আগে বড় দাবি, জেনে নিন বিস্তারিত
এখন ঈশান কিষাণের অনুপস্থিতিতে, বাংলার টপ অর্ডার ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণকে পূর্বাঞ্চলের অধিনায়ক করা হয়েছে এবং আসামের অলরাউন্ডার রিয়ান পরাগ তার সহ-অধিনায়ক হয়েছেন। ঈশ্বরণ ইংল্যান্ডের পাঁচ টেস্টের ভারত সফরে অংশ নিয়েছিলেন, কিন্তু অভিষেকের সুযোগ পাননি। কিষাণের জায়গায় ওড়িশার আশীর্বাদ সোয়াইনকে দলে নেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের কুমার কুশাগ্র প্রথম পছন্দের উইকেটরক্ষক হতে পারেন।