টি২০ বিশ্বকাপের ১৫ দনের দলে প্রথমে জায়গা হয়নি দীপক চাহারের। স্ট্য়ান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন তিনি। কিন্তু বুমরাহের চোটের পর যে সকল পেসারদের পিবর্ত হিসেবে ভাবা হচ্ছিল তার মধ্য়ে উপরের সারিতে নাম ছিল দীপক চাহারের। চোট সারিয়ে মাঠে ফিরে যেটুকু সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমাণ করেছিলেন চাহার। বিশ্বকাপের খেলার জন্য় প্রস্তুতও ছিলেন। কিন্তু চোটের কারণে সেই আশা শেষ বলেই মনে করা হচ্ছে।
advertisement
বোর্ড সূত্রে জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচ খেলার আগে গোড়ালিতে চোট পান দীপক চাহার। অনুশীলনের সময় তার গোড়ালি ঘুড়ে যায়। তবে চোট খুব একটা গুরুতর নয়। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে চোট সারানোর প্রক্রিয়া চলছে দীপক চাহারের। কিন্তু চোটের কারণে চাহারের যে অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না তা এক প্রকার নিশ্চিৎ।
প্রসঙ্গত, ১৪ জনের দল নিয়ে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। জসপ্রীত বুমরাহের পরিবর্ত কে হবে তা এখনও ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চি করতে না পারায় ১ জন কম নিয়ে অজিভূমে পারি দিয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। বিশ্বকাপের আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি ও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি প্রস্তুতি ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু বুমরাহের পর দীপক চাহারের চোটের খবর একটু হলেও চিন্তা বাড়াবে টিম ইন্ডিয়ার।