ইংল্যান্ড সফরের আগে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর পৌঁছে যান কামাখ্যা মন্দিরে। সোমবার তিনি গুয়াহাটির বিখ্যাত কামাখ্যা মন্দিরে প্রার্থনা করেন। ইংল্যান্ড সফরের মাধ্যমেই ভারতীয় দল ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে চলেছে। নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির হল ভারতের অন্যতম প্রধান শক্তিপীঠ, যার ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গভীর। কোচ গম্ভীরকে সেখানে শ্রদ্ধার সাথে মাথা নত করে প্রার্থনা করতে দেখা গিয়েছে। সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
ইংল্যান্ড সফরটি চলবে ২০ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে হেডিংলি, এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড এবং দ্য ওভালে। রোহিত এবং কোহলির অবসরের পর এই সিরিজটি হবে ভারতের প্রথম বড় টেস্ট সিরিজ। নতুন অধিনায়ক হিসেবে টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন শুভমান গিল, আর সহ-অধিনায়কের ভূমিকায় থাকছেন ঋষভ পন্থ। দলে অভিজ্ঞ ঘরোয়া খেলোয়াড় অভিমন্যু ঈশ্বরণকে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। মিডল অর্ডারকে মজবুত করতে দলে রয়েছেন করুণ নায়ার ও সাই সুদর্শন। ফাস্ট বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ, সঙ্গে থাকবেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
আরও পড়ুনঃ KKR News: ২৩.৭৫ কোটির প্লেয়ার করেছেন মোট ১৪২ রান! মরশুম শেষে আইয়ারকে কী বললেন রাহানে?
তবে সিরিজ শুরুর আগে গৌতম গম্ভীরের কামাখ্যা মন্দিরে প্রার্থনা দলের সাফল্য কামনা করেন। কারণ ভারতীয় দলের কোচ হওয়ার পর টেস্ট ক্রিকেটে সময়টা ভাল যায়নি গম্ভীরের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়া ও অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজ হারতে হয়েছে গম্ভীর। এবার ইংল্যান্ড সফরে লাল বলের ক্রিকেটে কঠিন চ্যালেঞ্জ গম্ভীরের।