বৈভব সূর্যবংশী ২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত অভিষেক করেন। মাত্র ৮টি ম্যাচে তিনি করেছেন ২৬৫ রান, গড় ৩৩.১২ এবং স্ট্রাইক রেট ২০৭ — যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। ৩৫ বলে ভারতীয়দের মধ্যে সবথেকে দ্রুত সেঞ্চুরিও করেন তিনি। এত অল্প বয়সে এমন ঝড়ো পারফরম্যান্স নজর কাড়ে দেশের শীর্ষ ক্রিকেট বিশ্লেষকদের।
advertisement
শ্রীকান্ত আরও বলেন, “আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। বৈভবকে দলে রাখা উচিত এখনই। পরে নয়। ওর শট নির্বাচন ও ম্যাচ রিডিং অসাধারণ। আমি হলে ১৫ জনের দলে ওকে রাখতাম।” তিনি অভিষেক শর্মাকে ওপেনার হিসেবে প্রথম পছন্দ বলে উল্লেখ করেন এবং বাকিদের মধ্যে বৈভব, সাই সুদর্শন ও যশস্বী জয়সওয়ালের নাম প্রস্তাব করেন।
অন্যদিকে, শ্রীকান্ত সঞ্জু স্যামসনকে ঘিরে সংশয় প্রকাশ করেছেন। যদিও স্যামসন গত বছর তিনটি টি২০ সেঞ্চুরি করেছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাউন্সারে তার দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে। আগামী ১৯ আগস্ট মুম্বইয়ে এশিয়া কাপের দল নির্বাচনের বৈঠক। শোনা যাচ্ছে, বৈভব সূর্যবংশীকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এ এক সাহসী এবং নতুন অধ্যায়ের সম্ভাবনা।