বিহারের ছাপড়ার বাসিন্দা দিব্যা সিংকে বিয়ে করেছেন মুকেশ। সোমবার ছিল রিসেপশন। সদরব্লকের কাকরকুণ্ড গ্রামে বসে রিসেপশনের আসর। ছিল এলাহি আয়োজন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে উঠেই বিয়ের রিসেপশন! এই নিয়েই চর্চা। গ্রামে ঢুকতেই বীরের মর্যাদা পান মুকেশ। ফুল, মালায় তাঁকে বরণ করে নেন গ্রামবাসীরা।
রিসেপশনে মিডিয়াকে শোনান নিজের প্রেমের গল্প। মুকেশ জানান, প্রথম দেখাতেই দিব্যার প্রেমে পড়ে যান তিনি। আজ তাঁকেই বিয়ে করেছেন। প্রেম পরিণতি পেয়েছে। মুকেশ খুশি। ২২ গজের পর এবার সংসারের ক্রিজে শুরু হচ্ছে নতুন ইনিংস।
advertisement
আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে উঠেই দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারত। তিনটি টি২০ এবং ওয়ান ডে ও দুটি টেস্ট খেলবেন রোহিতরা। তিন ফরম্যাটেই দলে জায়গা পেয়েছেন মুকেশ। আগামীকাল বুধবার টিম ইন্ডিয়ার সমস্ত খেলোয়াড় বেঙ্গালুরু পৌঁছবেন। সেখান থেকে রওনা দেবেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। মুকেশ বলেন, ‘প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে কোচের সঙ্গে বসব। তাঁর কাছ থেকে সমস্ত বিষয় জানব। এরপর পিচ এবং উইকেট দেখব আমরা’।
আরও পড়ুন- সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?
গোপালগঞ্জে আধুনিক সুযোগ সুবিধা সহ একটি খেলার মাঠের অনুমোদন দিয়েছে প্রশাসন। সেই জন্য ডিএম নব্য কিশোর এবং এসপি স্বর্ণ প্রভাতের ভূয়সী প্রশংসা করেন মুকেশ। এদিন তাঁরাও রিসেপশনে উপস্থিত ছিলেন। আর ছিলেন জেলার একাধিক ক্রিকেট প্রশাসক।
২৮ নভেম্বর দিব্যা সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুকেশ। দিব্যা ছাপড়ার বানিয়াপুরের বেরুই গ্রামের সুরেশ সিংয়ের মেয়ে। তবে তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি মুকেশের দাদার শ্যালিকা। গত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেন মুকেশ। ভাল পারফরম্যান্সে নজর কাড়েন নির্বাচকদের। তারপরই পান ভারতীয় দলের জার্সি।