ভারতীয় দলের কোচের পদে আবেদন করেছিলেন বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে যদিও হট ফেভারিট ছিলেন রবি শাস্ত্রী ৷ সেহওয়াগ, টম মুডিরা লড়াইয়ে থাকলেও গোটা দেশবাসী প্রায় ধরেই নিয়েছিলেন আজ নতুন হেড কোচের পদে শাস্ত্রীর নামই উল্লেখ করবেন ৷ কিন্তু কোথায় কী, মুম্বইয়ে বোর্ডের সাংবাদিক সম্মেলনে এদিন লক্ষ্মণ, অমিতাভ চৌধুরি, রাহুল জোহরিদের সঙ্গে নিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, এখনই ঘোষণা করা হচ্ছে না নতুন কোচের নাম ৷
advertisement
ম্যারাথন ইন্টারভিউয়ে ঠিক হল না কোচের নাম, ‘কাহানি’তে কি তাহলে নতুন ট্যুইস্ট ?
কোচের পদে আবেদনা যাঁরা করেছেন, তাঁরা প্রত্যেকেই যথেষ্ট ভাল প্রেজেন্টেশন দিয়েছেন বলেও জানান মহারাজ ৷ তিনি বলেন, নতুন কোচ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন ৷ সেজন্য আরও ভেবেচিন্তেই কোচ নির্বাচন হবে ৷ বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরলে এব্যাপারে তাঁর মত নেওয়া হবে ৷
এদিন মুম্বইয়ে স্কাইপে রবি শাস্ত্রীর পাশাপাশি ইন্টারভিউ হয় বীরেন্দ্র সেহওয়াগ, লালচাঁদ রাজপুত এবং টম মুডির ৷
সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে সোমবার যা যা বললেন, দেখে নিন নীচের ভিডিওতে ৷