সূর্যকুমারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, চোট কাটিয়ে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া। দ্বিতীয়ত, অধিনায়ক হিসেবে সফল হওয়ার পাশাপাশি ব্যাট হাতেও আগের ছন্দে ফেরা। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো—ব্যাটসম্যান হিসেবে নিজের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করা, যা তিনি নেটে ঘন্টার পর ঘন্টা অনুশীলনের মাধ্যমে অর্জনের চেষ্টা করছেন।
তবে আশার আলো রয়েছে। আইপিএল ২০২৫-এ সূর্য অসাধারণ ফর্মে ছিলেন। ১৬ ম্যাচে ৭১৭ রান করে তিনি নন-ওপেনার হিসেবে এক মরশুমে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি এবি ডিভিলিয়ার্স এবং সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার-এ ভূষিত হয়েছেন। এই পারফরম্যান্সের সৌজন্য তার ফর্ম ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী।
advertisement
আরও পড়ুনঃ Mohammed Shami: এশিয়া কাপের আগে ‘বোমা’ ফাটালেন শামি! বড় কথা বলে দিলেন তারকা পেসার
এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সূর্যকুমার যাদব এশিয়া কাপে নিজের ফর্ম এবং নেতৃত্ব—দু’টি ক্ষেত্রেই দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান। ভারতীয় দলের জন্য তার ফর্ম ফিরিয়ে আনা শুধু ব্যক্তিগত নয়, গোটা দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।