কলকাতা : আর মাত্র একটা ম্যাচ! জিততে পারলেই বিশ্বকাপ ট্রফি ভারতের!
ভারতের টি২০ দলের নেতৃত্বে থাকা সুর্যকুমার যাদব মহিলা ক্রিকেট দলের জন্য এক বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বছরের পর বছর ধরে চলা আধিপত্যের অবসান ঘটিয়ে, এ বার এক নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে মেয়েদের ক্রিকেট! কারণ ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল তাদের প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয় করার পথে।
ফাইনালের আগে সাংবাদিকদের সামনে এসে ভারতের অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, ”আমরা জানি হারলে কেমন লাগে। কিন্তু জয়ের অনুভূতি কেমন হয়, সেটা দেখার জন্য আমরা এবার অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি, রবিবার আমাদের জন্য একটি বিশেষ দিন। আমরা কঠোর পরিশ্রম করেছি। আশা রাখছি আগামিকাল সব ঠিকঠাক হবে।”
২০০৫, ২০১৭। দু’বার অল্পের জন্য হাতছাড়া হয়েছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। দু’বারই ফাইনালে উঠে হারতে হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলকে। তার মধ্যে ২০১৭ সালে লর্ডসের সেই ফাইনালে ভারতীয় দলে ছিলেন হরমনপ্রীত কউর। তিনিই এখন ভারতের অধিনায়ক।
২০২৫-এ দাঁড়িয়েও তিনি ফিরে যাচ্ছেন আট বছর আগের সেই দিনে। এবার হরমনপ্রীত যেন নিজেকেই বলছেন, আর ফাইনালে হারতে চান না। নবি মুম্বইয়ে বিশ্বকাপ ফাইনালে হরমনপ্রীতদের প্রতিপক্ষ আজ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের ট্রফি পাবে ভারত।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দাপটের দিন শেষ! রবিবার বিশ্ব ক্রিকেট পাবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন!
২০০৫ সালে অস্ট্রেলিয়া, ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়ে রানার্স আপ হওয়ার পর এ বার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত। ২০২২ সালে কমনওয়েলথ গেমসের সোনার ম্যাচে অজিদের কাছে হেরে গিয়েছিল ভারত। ফলে সেমিফাইনালে ভারত কিন্তু এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে একপ্রকার প্রতিশোধই নিয়েছিল।
