প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল ভারতীয় দাবার তারকা আনন্দের হাত ধরে। প্রতিযোগিতা নামের তালিকাতেও ছিল চাঁদের হাট। তবে সবাইকে চমকে দিয়ে প্রতিযোগিতা তিন বিভাগে সেরা হলেন তিন ভারতীয় দাবাড়ু। ছেলেদের ব্লিৎজ আর র্যাপিডবিভাগের পাশাপাশি মেয়েদের ব্লিৎজে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের দাবাড়ুরা। ছেলেদের রাপিডে নেহাল সারিন চ্যাম্পিয়ন হয়েছেন অর্জুন এরিগেসিকে ফেলে। নেহালের স্কোর ছিল ৬.৫। অর্জুন শেষ করেন ৬ পয়েন্টে। তবে অর্জুন অবশ্য ব্লিৎজে চ্যাম্পিয়ন হলেন হিকারু নাকামুরার মতো তারকাকে হারিয়ে। ভারতের আরেক তারকা দাবাড়ু প্রজ্ঞাননন্দ রমেশবাবুর দিদি বৈশালি অনেকটাই পিছনে ফেললেন রানার্স মারিয়া মুজিচুককে। মেয়েদের ব্লিৎজে সেরা হলেন বৈশালি রমেশবাবু।
advertisement
আরও পড়ুন - ‘‘প্রয়োজনে হৃদয় ও কিডনি বার করে আনো, ইংরেজদের ফেলে মারো’’- বিস্ফোরক শোয়েব আখতার
অন্যদিকে মেয়েদের র্যাপিডবিভাগের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে নানা দাগনিদেকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আনা উসেনিনা। দুজনেই ৬.৫ পয়েন্ট পেয়েছিলেন। তবে টাইব্রেকারে বাজিমাত করেন আনা। টুর্নামেন্ট শেষে উদ্যোক্তাদের দাবি আগামী বছর আরো বিশ্বের নামকরা দাবাড়ুরা আসবেন খেলতে। উদ্বোধনের দিনেই আনন্দ জানিয়েছিলেন, এই মানের টুর্নামেন্টের আয়োজন দাবার পক্ষে ভালো বিজ্ঞাপন। ক্রমতালিকার একশোর মধ্যে থাকা সাত আট জন খেলোয়াড় কলকাতায় এই প্রতিযোগিতা খেলতে আসেন।
আরও পড়ুন - Sexiest Fan: কাতারের মরুভূমি গ্যালারিতে যৌবনের মরুদ্যান, চোখ ফেরাতে পারছেন না কেউই, রইল হট ফটো
এর ফলে ভারতীয় খেলোয়াড়দের মান আরও বাড়বে বলে মনে করেছিলেন আনন্দ। এমনকি দাবায় ভারতের ভবিষ্যতে উজ্জ্বল সেটাও দাবি করেছিলেন তিনি। তাঁর কথায় প্রমাণিত হয়ে গেল টুর্নামেন্টের ফাইনালে। ভারতীয় দাবাড়ুরা পাল্লা দিয়ে লড়ছেন তা হিকারু নাকামুরাদের সঙ্গে নেহাল শারিনের পোডিয়াম ফিনিশে প্রমাণিত।
ERON ROY BURMAN
