TRENDING:

Ravi Shastri Tenure : ভারতীয় দলকে শক্ত জায়গায় দাঁড় করিয়ে যাচ্ছি, বিদায় বেলায় বললেন রবি শাস্ত্রী

Last Updated:

Ravi Shastri wishes Rahul Dravid all the best for future. বিদায়বেলায় নতুন কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা করে গেলেন রবি শাস্ত্রী।রবি শাস্ত্রী বলে গেলেন এই দলটা তার হাত ধরে যে জায়গায় পৌঁছেছে, তাতে তিনি খুশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচ হিসেবে নিজের কাজে খুশি রবি শাস্ত্রী
কোচ হিসেবে নিজের কাজে খুশি রবি শাস্ত্রী
advertisement

আরও পড়ুন - Wasim Akram warns Pakistan : সেমিফাইনালের অস্ট্রেলিয়া ভয়ঙ্কর, বাবরদের সতর্ক করলেন আক্রম

আজ কোচ হিসেবে শেষ ম্যাচে নামার আগে রবি জানালেন মনের কথা। তিনি নিজে খুশি তার আমলে দল যা অর্জন করেছে। এই টি টোয়েন্টি বিশ্বকাপে দুটো ম্যাচ খারাপ পারফর্ম করার ফলে ভারতের সফর শেষ হয়ে গিয়েছে। রবি শাস্ত্রী বলে গেলেন এই দলটা তার হাত ধরে যে জায়গায় পৌঁছেছে, তাতে তিনি খুশি। ভবিষ্যতে এই দল চ্যাম্পিয়ন হবে। কোচ হিসেবে ভয়ডরহীন ক্রিকেট খেলানো ছিল তার একমাত্র লক্ষ্য। হেরে যাওয়ার ভয় এই দল করে না। সে কারণেই বিদেশের মাটিতেও এই ভারতীয় দল অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পেরেছে।

advertisement

আরও পড়ুন - Ind vs NZ: টি টোয়েন্টি বিশ্বকাপের পরে ফের সিরিজ, দলে কোন কোন চমক থাকবে

বিদায়বেলায় নতুন কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) প্রশংসা করে গেলেন রবি শাস্ত্রী। দ্রাবিড় অনূর্ধ্ব দলের এবং এনসিএ কোচ হিসেবে কাজ করেছেন। শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন কোচ হিসেবে। রবি মনে করেন রাহুলের হাতে ভারতীয় দলের উন্নতি ছাড়া অবনতি হবে না। তিনি রাহুলকে শুভেচ্ছা জানালেন। পাশাপাশি অধিনায়ক হিসেবে রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় দলকে সাফল্য এনে দেবেন মনে করেন রবি শাস্ত্রী।

advertisement

পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে আবার টি টোয়েন্টি বিশ্বকাপ আছে। তার পরের বছর একদিনের বিশ্বকাপ। দুটো টুর্নামেন্টেই এই ভারতীয় দল যথেষ্ট ভাল করার ক্ষমতা রাখে জানিয়ে দিলেন রবি। পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া ব্যর্থতার একটা কারণ জানিয়ে গেলেন ভারতের বিদায়ী কোচ। তবে এটা অজুহাত হিসেবে দেখাতে নারাজ তিনি।

বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Shastri Tenure : ভারতীয় দলকে শক্ত জায়গায় দাঁড় করিয়ে যাচ্ছি, বিদায় বেলায় বললেন রবি শাস্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল