TRENDING:

Daryl Mitchell father : গ্যালারিতে বসে ছেলের ইংল্যান্ড বধের সাক্ষী থাকলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের বাবা

Last Updated:

Daryl Mitchell ecstatic as his parents witnessed brilliant innings . বিখ্যাত বাবার উপস্থিতিতেই মিচেলের কালকের ইনিংসটি পেয়েছে বাড়তি কদর। মিচেল নিজেও খুব খুশি বাবার সামনে নিজের দেশকে স্মরণীয় এক জয় এনে দিতে পেরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আবুধাবি: নিউজিল্যান্ডের জার্সিতে এই মুহূর্তে টি টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন। কলিন গ্র্যান্ডহোম ছিটকে না গেলে হয়তো সুযোগ পাওয়া হত না তার। কিন্তু সুযোগ পেয়েই নিউজিল্যান্ডের ক্রাইসিস ম্যান হয়ে উঠেছেন মিচেল। প্রবল পরাক্রমশালী ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডকে জেতানোর পেছনে তার অবদান অনস্বীকার্য। ক্রিস ওকস, মইন আলিদের ছাতু করেছে তাঁর ব্যাট। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটার কথা হয়তো কোনো দিন ভুলতে পারবেন না ড্যারিল মিচেল।
মিচেলের বাবা জন এবং মা জুলি উপস্থিত ছিলেন গ্যালারিতে
মিচেলের বাবা জন এবং মা জুলি উপস্থিত ছিলেন গ্যালারিতে
advertisement

আরও পড়ুন - Shoaib Malik and Rizwan flu : সেমিফাইনালে নামার আগে দুঃসংবাদ পাকিস্তান শিবিরে, জ্বরে অনিশ্চিত মালিক এবং রিজওয়ান

গতকাল আবুধাবিতে দুরন্ত ইনিংস খেলে নিউজিল্যান্ডকে তিনি তুলেছেন ফাইনালে। মিচেলের জন্য দিনটি আরও স্মরণীয় হয়ে থাকার কারণ, কাল গ্যালারিতে উপস্থিত ছিলেন তার বাবা জন মিচেল এবং মা জুলি মিচেল। ছিলেন দিদি। মিচেলের বাবা জন কিন্তু কোনো সাধারণ মানুষ নন। আন্তর্জাতিক রাগবি পরিমণ্ডলে তার অবাধ বিচরণ। খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে খেলেছেন। এরপর নিউজিল্যান্ডের কোচের ভূমিকায়ও তাকে দেখা গেছে।

advertisement

দেখা গেছে ইংল্যান্ডের ফরোয়ার্ড এবং ডিফেন্স কোচ হিসেবে। বিখ্যাত বাবার উপস্থিতিতেই মিচেলের কালকের ইনিংসটি পেয়েছে বাড়তি কদর। মিচেল নিজেও খুব খুশি বাবার সামনে নিজের দেশকে স্মরণীয় এক জয় এনে দিতে পেরে। ম্যাচের পর তাই খুব গর্ববোধ করেই এই ওপেনিং ব্যাটার বলছিলেন, এই করোনার মধ্যে অনেক দূর পথ পাড়ি দিয়ে আমার খেলা দেখতে বাবা এখানে এসেছেন। এই মুহূর্ত অবশ্যই গর্বের।

advertisement

কিছুদিন আগে ইংল্যান্ড রাগবি দলের দায়িত্ব ছাড়লেও, সেখানেই ছিলেন জন। তবে ছেলের খেলা দেখার জন্য স্ত্রী জুলির সঙ্গে হঠাৎ পরিকল্পনা করে সংযুক্ত আরব আমিরাতে আসা তার। আর বাবা-মায়ের সামনে এমন অনবদ্য ইনিংস খেলতে পেরে খুব খুশি মিচেল। তবে পরিবারের সঙ্গে দেখা করতে না পারা একটু কষ্টও দিচ্ছে তাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
আর চাকরির ভয় নেই জঙ্গলমহলের ছেলে-মেয়েদের, মক ইন্টারভিউয়ের আয়োজন!
আরও দেখুন

মিচেল বলেছেন, ইংল্যান্ড থেকে এখানে আসা খুব চ্যালেঞ্জিং। বিশেষ করে এই করোনার সময়ে। আর বায়ো-বাবলে থাকার জন্য আমি তার (জন) সঙ্গে দেখা করতে পারব না বটে। কিন্তু নিশ্চিত তার সঙ্গে আমার ফোনে কথা হবে এবং সে খুব প্রফুল্ল হবে। ড্যারিল যে ৭২ রানের ইনিংস খেলেছেন, সেটা প্রয়োজন হলে ফাইনালেও খেলতে চান। দীর্ঘদেহী হওয়ার পাশাপাশি শক্তিশালী হিটারও বটে! পুরো নিউজিল্যান্ড দলটা এবার চাকা ঘোরাতে মরিয়া। কোন সুপারস্টার নেই। অথচ এগারোজন টিম ম্যান রয়েছে। এটাই পার্থক্য গড়ে দিচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Daryl Mitchell father : গ্যালারিতে বসে ছেলের ইংল্যান্ড বধের সাক্ষী থাকলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল