পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অনুশীলনে ব্যস্ত দল একেবারে আগুন ঝরাচ্ছিল৷ আইসিসি ভারতের অনুশীলনের এক লম্বা ভিডিও পোস্ট করেছে৷ মহম্মদ শামির বোলিংয়ের সময় অধিনায়ক রোহিত শর্মার বক্তব্য একেবারে হিন্দিতে৷
আরও পড়ুন - ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে মাথায় হাত দুই অধিনায়কেরই, ‘বড়’ চিন্তার মেঘ সরছেই না
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
মহম্মদ শামিকে বলেন , ‘‘আরে ইয়ে তো ডেঞ্জার বোলার’’- অধিনায়কের এই মন্তব্যের জন্য সতীর্থ খেলোয়াড়রা মন্তব্যও জারি করেছে৷ রোহিত শর্মা প্রথমবার বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন৷ তাঁর ব্যাটে অনেকদিন ধরেই বড় রান করতে পারেননি৷ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি খানিকটা রান অবশ্য করেছিলেন৷
আরও পড়ুন - Cyclone Sitrang Alert: কবে, কখন, কোথায় সাইক্লোন সিত্রাং, রইল ঘূর্ণিঝড়ের পুরো গতির আপডেট
অনুশীলনের সময় তাঁকে অবশ্য ভাল ছন্দে দেখা যায়৷ এখন এটাই দেখার ভারত বনাম পাকিস্তান ম্যাচে তাঁকে কীভাবে বা কতটা বিস্ফোরক ছন্দে পাওয়া যায়৷ গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে শাহিন আফ্রিদির বলে আউট হয়েছিলেন রোহিত শর্মা৷
রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ডও ভাল নয়৷ তিনি পাকিস্তানের বিরুদ্ধে কখনই বড় রানের ইনিংস খেলেননি৷ ভারতীয় দল অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে জমিয়ে অনুশীলন চালাচ্ছে৷