বাংলাদেশ আবেদন করলেই কী টুর্নামেন্টের স্থান পরিবর্তন হবে ? আইসিসির নিয়ম কী বলছে?
নিয়ম অনুযায়ী, কোনও দেশের সরকার (এখানে বাংলাদেশ) যদি নিজের দেশের খেলোয়াড়দের অন্য দেশে গিয়ে খেলার ইস্যুতে নিরাপত্তার অভাব বোধ করে সেক্ষেত্রে সরকারকে নিজেদের বোর্ডের কাছে বিষয়টি লিখিতভাবে জানাতে হবে। সেই লিখিত আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড আইসিসি-কে বিষয়টি জানাবে। তারা বলবে, আমাদের সরকার আয়োজক দেশের নিরাপত্তা নিয়ে সন্ধিহান রয়েছে, ফলে আয়োজক দেশে খেলোয়াড়দের যাওয়ার ক্ষেত্রে সরকারের থেকে অনুমতি পাওয়া যাবে না। তাই সেই দেশের ম্যাচগুলির স্থান পরিবর্তন করা হোক। এই মর্মে পুরো বিষয়টি আইসিসি-কে জানাতে হবে। তারপর আইসিসি বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে টুর্নামেন্টে সংশ্লিষ্ট দেশের খেলার জায়গা পরিবর্তন করতে পারে।
advertisement
এখানে প্রশ্ন থাকছে। বিশ্বকাপ শুরু হতে আর এক মাস বাকি। এখন কি আইসিসি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নিয়ে যাবে? শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ নিয়ে গেলে সে ক্ষেত্রে সম্পূর্ণ ক্রীড়াসূচি পরিবর্তন করতে হবে।
কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কলকাতায় তিনটি ম্যাচ রয়েছে। বাংলাদেশের ম্যাচ স্থান পরিবর্তন হলে কলকাতা অর্থাৎ সিএবি তখন বিসিসিআইয়ের কাছে আবেদন করবে বিকল্প ম্যাচ দেওয়ার জন্য। ফলে বিশ্বকাপের সম্পূর্ণ সূচি পরিবর্তন করতে হবে। ইতিমধ্যেই বিশ্বকাপের সমস্ত টিকিটের দাম নির্ধারণ হয়ে গেছে সবকটা মাঠে। পাশাপাশি এটাও দেখতে হবে, বাংলাদেশের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কার মাঠে আয়োজন করা সম্ভব কিনা। কারণ ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কাতে পাকিস্তানের ম্যাচগুলি হওয়ার কথা। অতিরিক্ত ম্যাচ তারা আয়োজন করতে পারবে কিনা সেটাও একটি দেখার বিষয়। তবে সেটাও যদি সম্ভব হয় সেক্ষেত্রে এক মাসের মধ্যে সম্পূর্ণ সূচি পরিবর্তন করা যথেষ্ট কঠিন বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে এখন দেখার বাংলাদেশের আবেদন করার পর আইসিসি বিষয়টি কীভাবে হস্তক্ষেপ করে।উল্লেখ্য, আইসিসির প্রধান পদে রয়েছেন ভারতের জয় শাহ। তাই সেখানে বাংলাদেশের আবেদন কতটা শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হবে সেটাও দেখার ৷
