ভারতের কোন গ্রুপের ম্যাচ ইডেনে হবে না। সুপার এইটের একটি ম্যাচ হবে ইডেনে। তবে গ্রুপের পাঁচটা খেলা দেওয়া হয়েছে কলকাতায়। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সুপার এইটের কোয়ালিফাই করলে সেই ম্যাচটা ইডেনে হবে পয়লা মার্চ। প্রথমবার বিশ্বকাপ খেলা ইতালি খেলবে কলকাতায়।
আরও পড়ুন – Palash Mucchal In Hospital: ‘ও ভীষণ কাঁদছিল’- ফের অন্য হাসপাতালে ভর্তি স্মৃতির হবু বর, পলাশের মা মুখ খুললেন
advertisement
ইডেনে বিশ্বকাপের ম্যাচের সূচি-
৭ ফেব্রুয়ারি: দুপুর ৩টে, ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ
৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, বাংলাদেশ বনাম ইতালি
১৪ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম বাংলাদেশ
১৬ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম ইতালি
১৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি
সুপার এইট: ১ মার্চ: সন্ধে ৭টা (X1 বনাম X3)
সেমিফাইনাল: 8 মার্চ: সন্ধে ৭টা (শ্রীলঙ্কা বা পাকিস্তান না উঠলে, এই দুই দেশের কোনওটা উঠলে কলোম্বোয় )
৫ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল, মুম্বই (সন্ধে ৭টা ) (ভারত উঠলে এই ম্যাচ খেলবে)
Eeron Roy Burman
