TRENDING:

কোহলির ঘরের ভিডিও ফাঁসের ঘটনা, অভিযুক্তদের বিরুদ্ধে নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিরাট

Last Updated:

বিরাট কোহলির ঘরের ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় ক্রিকেট মহলে তীব্র সমালোচনা। এবার এই ঘটনায় অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। এবার বিরাট কোহলি জানালেন নিজের সিদ্ধান্তের কথা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যাডিলেড: পারথ থেকে অ্যাডিলেডে পৌছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু পারথে বিরাট কোহলির হোটেল রুমের ভিডিও ফাঁস করার ঘটনা নিয়ে এখনও জলঘোলা থামছে না। ঘটনায় ইতিমধ্যেই ওই হোটেলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় দলের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযুক্ত হোটেল কর্মীদের সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। শুরু হয়েছে ঘটনার তদন্তও।
advertisement

কিন্তু এমন ঘটনায় বিরাট কোহলি কী ব্যবস্থা নেয় সেটাই জানার জন্য কৌতুহলী ছিলেন কার ফ্যানেরা। জানা গিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলির কাছে জানতেও চেয়েছিল তিনি কোনও অভিযোদ দায়ের করতে চান কিনা। অন্য কোনও ব্যবস্থাও নিতে চান কিনা। যদিও এই বিষয়ে কোহলি বেশি জলঘোলা করতে রাজি নয়। ওই হোটেল কর্মীদের বিরুদ্ধে খুব একটা কঠোর পদক্ষেপ নিতে চান না প্রাক্তন ভারত অধিনায়ক।

advertisement

প্রসঙ্গত, বিরাট কোহলি নিজে এই ঘটনার ভিডিও শেয়ার করে লিখেছিলেন,'আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং উত্তেজিত হয় এবং তাদের সাথে দেখা করার জন্য উত্তেজিত হয় এবং আমি সবসময় এটির প্রশংসা করেছি। কিন্তু এখানে এই ভিডিওটি ভয়ঙ্কর এবং এটি আমাকে আমার গোপনীয়তা সম্পর্কে খুব বিভ্রান্তিকর বোধ করেছে। স্ত্রী অনুষ্কা শর্মা এই মুহূর্তে কলকাতায় সিনেমার শুটিং করতে ব্যস্ত। তিনিও এমন ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এবং মানুষের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।'

advertisement

তারপর ক্ষোভ উগরে দিয়ে অনুষ্কা শর্মা প্রতিক্রিয়াতে জানান,'অতীতে আমিও এ রকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু এর থেকে খারাপ কিছু হতে পারে না। কোহলিকে অপমান করা হয়েছে। ওর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা হয়েছে। অনেকেই ভাববেন বিখ্যাত ব্যকতিদের এটা সহ্য করতে হবে। কিন্তু এটা উচিৎ নয়। যদি এটা আপনার শোয়ার ঘরে হত তা হলে কী হত?'

advertisement

আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এই ঘটনার সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। এটা খুবই বিরক্তকর ও মেনে যায়না বলে জানিয়েছেন অজি তারকা। প্রিয় তারকার পাশে দাঁড়িয়ে সমালোচনা করেছেন বিরাট ভক্তরা।

বাংলা খবর/ খবর/খেলা/
কোহলির ঘরের ভিডিও ফাঁসের ঘটনা, অভিযুক্তদের বিরুদ্ধে নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিরাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল