জিম্বাবোয়ের মত অপেক্ষাকৃত অনেক কম শক্তিশালী দলের বিরুদ্ধে মাত্র ১ রানের হার মেনে নিতে পারেননি শাদাব খান। ম্যাচ হারের পর সাজঘরে যাওয়ার পথে কান্নায় ভেঙে পড়েন পাকিস্তানের সহ অধিনায়ক। ভিডিওতে দেখা গিয়েছে সাজঘরে যাওয়ার রাস্তায় হাঁটু গেড়ে বসে হাউ হাউ করে কাঁদছেন শাদাব খান। কিছু সময় সময় পর দলের এক সাপোর্টিং স্টাফ এসে শাদাবকে তুলে সাজঘরে পাঠান।
advertisement
এর আগে ম্যাচ হারের পর পাক ড্রেসিং রুমেরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছিল, হতাশ পাকিস্তান দলের কোচ সাকলাইন মুস্তাক। পরপর দুটি ম্যাচে হারের পর হতবাক ব্যাটিং কোচ ম্যাথু হেডেনও। সবথেকে বিধ্বস্ত দেখিয়েছিল বাবর আজমকে। পাক অধিনায়ককে মুখ হাত দিয়ে ঢেকে বসে থাকতে দেখা যায়। মুখ ঢাকেন রিজওয়ানও। বাকিদের অবস্থাও ছিল একই রকম।
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিম্বাবোয়ে। সর্বোচ্চ ৩১ রান করেন সিন উইলিয়ামস। পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নেন মহম্মদ ওয়াসিম ও ৩টি উইকেট নেন শাদাব খান। একটি উইকেট হ্যারিস রউফের। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৪৪ রান করেন শান মাসুদ। এছাড়া মহম্মদ নওয়াজ ২২ ও শাদাব খান ১৭ রান করেন। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সিকন্দর রাজা। ১ রানে ঐতিহাসিক জয় পায় জিম্বাবোয়ে।