TRENDING:

পাকিস্তান ম্যাচের আগে ভারতের প্রধান দুই চিন্তার কারণ, যা ভাবাচ্ছে রোহিত-বিরাটদের

Last Updated:

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। গতবার হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে পাকিস্তানও। তবে দুটি বিষয় ভাবাচ্ছে ভারতকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হতে চলেছে ভারত বনাম পাকিস্তান মহারণ। গতবার টি-২০ বিশ্বকাপে বাবর আজমের দলের বিরুদ্ধে ১০ উইকেটে হারতে হয়েছিল রোহিত শর্মার দলকে। তারপর চলতি বছর এশিয়া কাপেও গ্রুপ পর্বের ম্যাচ জিতলেও সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে হার, প্রতিযোগিতা থেকে ভারতের ছিটকে যাওয়ার পথ প্রশস্ত করেছিল। ফলে মেলবোর্নে বদলা নিতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
advertisement

একদিনের বিশ্বকাপ হোক আর টি-২০ বিশ্বকাপ ভারত-পাকিস্তান যখনই মুখোমুখি হয়েছে সেই ম্যাচ আলাদা মাত্রা পেয়েছে। এবারও মেলবোর্নের উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অবিচল ভারতীয় ক্রিকেট দল। চুড়ান্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। কিন্তু পাকিস্তান ম্যাচের আগে দুটি বিষয় চিন্তায় রেখেছে ভারতীয় দলকে।

ভারতের প্রথম চিন্তার বিষয় হল মেলবোর্নের ওয়েদার। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২৩ অক্টোবর মেলবোর্ন শহরে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। অর্থাৎ ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। এমন কী বিকেলে এবং সন্ধ্যায় অর্থাৎ ম্যাচ চলাকালীন মুষলধারে বৃষ্টি নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায় কিনা সেই বিষয়টি ভাবাচ্ছে ভারতীয় দলকে। এছাড়া কম ওভারের খেলা হলে টস খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাও মাথায় রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

advertisement

আরও পড়ুনঃ Viral Video: ‘‘হম বাচ্চে কো কোই লোরি নেহি শুনা রহে হ্যায়’’-ভারত বনাম পাকের আগে বাবর কী বললেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়া যদি খেলা হয় তাহলে ভারতের দ্বিতীয় চিন্তার কারণ হল শাহিন আফ্রিদি। গতবার টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শাহিন আফ্রিদির আগুনে স্পেল ভারতীয় টপ অর্ডারকে ধ্বংস করে দিয়েছিল। রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলির উইকেট নিয়েছিলেন পাক তারকা পেসার। চোট সারিয়ে প্রস্তুতি ম্যাচে শাহিন আফ্রিদি মাঠে ফিরে প্রমাণ করে দিয়েছেন আরও শক্তিশালী হয়ে ফিরেছেন তিনি। পাক েপসারের বিরুদ্ধে খেলার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে টিম ইন্ডিয়া। তৈরি রয়েছে রণনীতিও। তবে চিন্তা একটা থেকেই যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পাকিস্তান ম্যাচের আগে ভারতের প্রধান দুই চিন্তার কারণ, যা ভাবাচ্ছে রোহিত-বিরাটদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল