TRENDING:

T20 World Cup 2022 Fixture: ১৬ অক্টোবর থেকে শুরু এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ, জানুন কবে কার বিরুদ্ধে খেলবে ভারত

Last Updated:

T20 World Cup 2022 Fixture: ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) এই ম্যাচ খেলা হবে ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে৷ জেনে নিন ফিক্সচার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইসিসি এই বছরে অস্ট্রেলিয়াতে আয়োজিত হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2022)৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফিক্সচার (T20 World Cup 2022 Fixture) প্রকাশিত হয়ে গেছে৷ ক্রিকেট দুনিয়াক প্রেমিকদের যে ম্যাচে সকলের নজর থাকেই সেটা হল ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ৷  ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) এই ম্যাচ খেলা হবে ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2022)  শুরু হবে ১৬ অক্টোবর৷
T20 World Cup 2022: india to face pakistan on oct 23 know full schedule- Photo- (AFP)
T20 World Cup 2022: india to face pakistan on oct 23 know full schedule- Photo- (AFP)
advertisement

আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনাল হবে ১৩ নভেম্বর মেলবোর্নে খেলা হবে৷ টুর্নামেন্টে মোট ৪৫ ম্যাচ ৭ টি আলাদা আলাদা ভ্যেনুতে হবে৷ খেলা হবে অ্যাডিলেড, ব্রিসবেন, জিলোগ, হোবার্ট, মেলবোর্ন, পারথ, সিডনিতে খেলা হবে৷ ২০১৪ সালে র টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup ) চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ওপেনিং ম্যাচে নামিবিয়া-র সঙ্গে খেলবে৷

advertisement

আরও পড়ুন Sania Mirza Retierment: ‘‘শরীর আর দিচ্ছে না, এই বছরের পর আর খেলব না’’ অবসর নিতে চান সানিয়া মির্জা

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ -র (T20 World Cup 2022)  প্রথম সেমিফাইনাল হবে সিডনিতে ৯ নভেম্বর, আর দ্বিতীয় ম্যাচ হবে ১০ নভেম্বর৷ এই ম্যাচ অ্যাডিলেড ওভালে খেলা হবে৷ টুর্নামেন্টের ফাইনাল ১৩ নভেম্বর ২০২২ হবে মেলবোর্নে৷

advertisement

২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া৷ ফাইনালে তারা নিউজিল্যান্ডকে হারায়৷

ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে

ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সুপার ১২ -এ পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আর কোয়ালিফায়ার থেকে আসা দুটি দল গ্রুপ ২ তে থাকবে৷

advertisement

আরও পড়ুন - Sourav Ganguly BCCI President: অক্টোবরেই কি সৌরভ বিদায় নেবেন বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে

ভারতীয় ক্রিকেট দল গ্রুপ পর্বে ৫ টি ম্যাচ খেলবে৷ প্রথম ম্যাচ ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর গ্রুপ এ-র রানার আপের বিরুদ্ধে, তৃতীয় ম্যাচ ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, চতুর্থ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, ৫ নম্বর ম্যাচ গ্রুপ বি-র উইনারের বিরুদ্ধে ৬ নভেম্বর খেলবে৷

advertisement

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে পাকিস্তান হারিয়েছিল৷ বিশ্বকাপের মঞ্চে এটা প্রথমবার হয়েছিল৷ ভারত বনাম পাকিস্তান সেই ম্যাচে প্রথমবার ১০ উইকেটে বিশ্বকাপের মঞ্চে ভারত হেরেছিল৷

দেখে নিন এবারের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফিক্সচার  (T20 World Cup 2022 Fixture)

T20 World Cup 2022: india to face pakistan on oct 23 know full schedule

টুর্নামেন্ট ১২ দল নির্ধারিত হয়ে গেছে

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

টুর্নামেন্টের ১২ দল নির্ধারিত হয়ে গেছে৷ ৪ টি বাকি কোন দল খেলবে তা ফ্রেবুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে হতে চলা কোয়ালিফায়ারে নির্ধারিত হবে৷ সুপার ১২- এ ভারতীয় ক্রিকেট দল ছাড়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা জায়গা পেয়েছে৷ এছাড়া নামিবিয়া , স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্টইন্ডিজ প্রধান ড্র আগে কোয়ালিফায়ার খেলবে৷

বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2022 Fixture: ১৬ অক্টোবর থেকে শুরু এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ, জানুন কবে কার বিরুদ্ধে খেলবে ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল