দক্ষিণ আফ্রিকার ইনিংসে ১৫ ওভারের পর দীনেশ কার্তিক পিঠের ব্যাথায় কাতর হয়ে পড়েন৷ তিনি নিজের পিঠ ধরে নিয়ে মাটিতে বসে পড়েন৷ ফিজিও দ্রুত তাঁর কাছে যান এর কিছুক্ষণ বাদে তিনি প্যাভিলিয়নে ফিরে যান৷
আরও পড়ুন - রূপঙ্কর-অন্বেষার গলায় ‘‘থেকেছি ভাবে আড়িতে’’- কৌশিক ও অপরাজিতার অনস্ক্রিন কেমিস্ট্রিতে কথামৃতের গান সামনে
advertisement
ভুবনেশ্বর কুমার জানিয়েছেন দীনেশ কার্তিকের পিঠে চোট লেগেছে৷ তিনি বলেছেন, ‘‘তাঁর পিঠ নিয়ে কোনও ইস্যু রয়েছে৷ ফিজিও-র রিপোর্ট পাওয়ার পরেই এই বিষয়ে কিছু বলা যাবে৷ ’’ ভারতের পরের ম্যাচ ২ নভেম্বর৷ সেই ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ৷ এই ম্যাচ অ্যাডিলেডে খেলা হবে৷ অর্থাৎ চোট সারিয়ে ওঠার জন্য দীনেশ কার্তিকের হাতে খুব অল্প সময় আছে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে শেষ পাঁচ ওভার কার্তিকের জায়গায় ঋষভ পন্থ কিপিং করেন৷
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, দীপক হুডা৷